Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫

সিনেমায় ফিরছেন অপু বিশ্বাস, মিম ও তানিয়া

সিনেমায় ফিরছেন অপু বিশ্বাস, মিম ও তানিয়া
অপু বিশ্বাস, মিম ও তানিয়া

তিন নায়িকার ফেরা

ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও বিদ্যা সিনহা মিম। দুজনেই প্রায় একই প্রজন্মের নায়িকা। ২০০৫ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক করেন অপু বিশ্বাস। অন্যদিকে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ ছবিতে ২০০৮ সালে অভিষেক করেন বিদ্যা সিনহা মিম। দুজনের নামের পাশেই আছে ব্যবসাসফল অনেক সিনেমার নাম। তবে সাম্প্রতিক সময়ে দুজনের আলোই বেশ নিভু নিভু। গত দুই বছর কোনো সিনেমায় দেখা যায়নি তাদের। তবে বিরতি কাটিয়ে আবার সিনেমায় ফিরছেন তারা। তাছাড়া প্রায় ছয় বছর পর বড় পর্দায় ফেরার জন্য প্রস্তুত এই প্রজন্মের অন্যতম আলোচিত অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দেখে নেয়া যাক কি সিনেমায় ফিরছেন অপু বিশ্বাস, মিম ও তানিয়া বৃষ্টি ।

সিনেমায় ফিরছেন অপু বিশ্বাস, মিম ও তানিয়া
অপু বিশ্বাস , ছবি: সংগৃহীত

সিনেমায় ফিরছেন অপু বিশ্বাস

অপু বিশ্বাসের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তৈরি করা হয় ‘লাল শাড়ি’ ছবি। সেখানে সবশেষ অভিনয় করেন অপু। ২০২২ সালে শেষ হয়েছিল শুটিং। এটির নির্মাতা ছিলেন বন্ধন বিশ্বাস। এবারও একই পরিচালকের নির্মানে ফিরছেন অপু। সিনেমার নাম ‘সিক্রেট’। অপুর বিপরীতে এতে দেখা যাবে আদর আজাদকে। এটি এই জুটির প্রথম সিনেমা। ডিসেম্বরে শুরু হবে শুটিং। বড় পর্দায় ফেরা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘কাজে ফিরতে প্রস্তুত আমি। নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছি। দর্শকের প্রত্যাশা মেটাতে সর্বোচ্চ চেষ্টা করব।‘ শোনা যাচ্ছে, সিক্রেট ছাড়া আরও একটি সিনেমায় যুক্ত হয়েছেন অপু বিশ্বাস। সেই সিনেমায়ও তার সঙ্গে থাকবেন আদর আজাদ।

ফিরছেন বিদ্যা সিনহা মিম

সিনেমায় ফিরছেন অপু বিশ্বাস, মিম ও তানিয়া
বিদ্যা সিনহা মিম , ছবি: সংগৃহীত

সম্প্রতি একটি শোরুম উদ্বোধনে গিয়ে সিনেমায় ফেরার ইঙ্গিত দিয়েছেন বিদ্যা সিনহা মিম। জানিয়েছেন, নতুন বছরে দর্শকের সঙ্গে দেখা হবে সিনেমা হলে। ইতিমধ্যে শুরু হয়েছে নতুন সিনেমার শুটিং। নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমায় মিমের নায়ক আরিফিন শুভ। এটি এই জুটির তৃতীয় সিনেমা। জানা গেছে, আগামী রোজার ঈদে এই সিনেমার মুক্তির পরিকল্পনা করা হয়েছে। শিগগির আসবে আনুষ্ঠানিক ঘোষণা। সিনেমা ছাড়া নতুন বছরে ওটিটিতে দেখা যাবে মিমকে। ইতিমধ্যে শেষ করেছেন একটি ওয়েব সিরিজের শুটিং। তবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিক ঘোষণার আগে এ নিয়ে বিস্তারিত কথা বলতে চাননি অভিনেত্রী।

সিনেমায় ফিরছেন তানিয়া বৃষ্টি

সিনেমায় ফিরছেন অপু বিশ্বাস, মিম ও তানিয়া
তানিয়া বৃষ্টি , ছবি: সংগৃহীত

২০১৫ সালে আকরাম খানের ‘ঘাসফুল’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক করেন তানিয়া বৃষ্টি। এরপর আরও কয়েকটি সিনেমায় অভিনয় করলেও রুপালি পর্দায় সাফল্য পাননি। পরবর্তী সময়ে থিতু হন ছোট পর্দায়। সবশেষ ২০১৯ সালে মুক্তি পেয়েছিল তানিয়া অভিনীত ‘গোয়েন্দাগিরি’। তবে সিনেমাটির শুটিং হয়েছিল আরও দু-তিন বছর আগে। দীর্ঘ বিরতি কাটিয়ে আবার বড় পর্দায় ফিরছেন তানিয়া বৃষ্টি। তাকে দেখা যাবে রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমায়। ইতিমধ্যে শেষ হয়েছে সিনেমার শুটিং। কোর্ট রুম ড্রামার সঙ্গে ক্রাইম থ্রিলারের মিশ্রণে তৈরি হয়েছে ট্রাইব্যুনাল সিনেমার কাহিনি। এতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, আদর আজাদ, মৌসুমী হামিদ, রাকিব হোসেন ইভন, সায়রা আক্তার জাহান, মিলন ভট্টাচার্য প্রমুখ।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সায়রার আগমনে বদলে গেছে সিদ্ধার্থ-কিয়ারার দিন

সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি নতুন একটি প্রাণ যখন বাড়ির ভেতর জায়গা নেয়, তখন বদলে যায় সময়ের গতি, বদলে…
সায়রার আগমনে বদলে গেছে সিদ্ধার্থ-কিয়ারার দিন
0
Share