নেটফ্লিক্সে বিপর্যয়ে ভোগান্তি হাজারো দর্শকের
বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস ৫’। চূড়ান্ত সিজনের প্রথম ভলিউম অনলাইনে প্রকাশ হওয়ার পরপরই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়। সিরিজটি দেখতে ফেলতে প্রস্তুতিও নেন অনেকেই। তবে, বিপুল সংখ্যক দর্শকের চাপ সামলাতে না পেরে মুক্তির কয়েক মিনিটের মধ্যেই নেটফ্লিক্সে বিপর্যয় দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন হাজারো দর্শক।

এ নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ভক্ত। আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রায় ১৪ হাজার গ্রাহক নেটফ্লিক্স বিভ্রাটের অভিযোগ করেছেন। অন্যদিকে, ভারতেও অসংখ্য গ্রাহক সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা জানিয়েছেন। সেখানে পিক টাইমে প্রায় ২০০টি অভিযোগ জমা পড়ে।

৫ মিনিটের মধ্যে পরিষেবা স্বাভাবিক: নেটফ্লিক্স
রয়টার্সকে ই-মেইল বার্তায় নেটফ্লিক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ‘কিছু গ্রাহক টিভি ডিভাইসে স্ট্রিমিং করার সময় সাময়িক সমস্যায় পড়েছিলেন। তবে, ৫ মিনিটের মধ্যেই সব অ্যাকাউন্টের জন্য পরিষেবা স্বাভাবিক করে দেওয়া হয়েছে।’

আবারও চাপ সামলে উঠতে ব্যর্থ নেটফ্লিক্স
নেটফ্লিক্সের এমন ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে ২০২৪ সালে মাইক টাইসন ও জেইক পলের বক্সিং ম্যাচ এবং রিয়েলিটি শো ‘লাভ ইজ ব্লাইন্ড’-এর লাইভ রিইউনিয়নের সময়ও প্ল্যাটফর্মটি অচল হয়ে পড়েছিল। ২০২২ সালে স্ট্রেঞ্জার থিংসের চতুর্থ সিজনের শেষ দুটি পর্ব মুক্তির সময়ও একই ঘটনা ঘটেছিল।

নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় সিরিজগুলোর মধ্যে ‘স্ট্রেঞ্জার থিংস’ অন্যতম। যা মুক্তির পর থেকেই বিশ্বব্যাপী এক বিশাল উন্মাদনা সৃষ্টি করেছে। ১৯৮০-র দশকের পটভূমিতে নির্মিত এই সায়েন্স ফিকশন হরর ড্রামা সিরিজটি নস্টালজিয়া, রহস্য এবং কিশোর সাহসিকতার এক অনন্য মিশ্রণ।