প্রতারণার অভিযোগ মিস ইউনিভার্সের সহ-মালিকের নামে
প্রতারণার অভিযোগে মিস ইউনিভার্সের সহ-মালিকের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। থাইল্যান্ডের দক্ষিণ ব্যাংকক সিভিল কোর্ট মিস ইউনিভার্স প্রতিযোগিতার সহ-মালিক ও মিডিয়া উদ্যোক্তা অ্যান জাকাপং জাকরাজুততিপ-এর বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। প্রায় ৯ লাখ ৩০ হাজার ডলার (৩০ মিলিয়ন বাত) প্রতারণার অভিযোগে উঠে তার নামে। আদালতের একজন কর্মকর্তা বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।
জাকাপং-এর মালিকানাধীন জেকেএন গ্লোবাল গ্রুপ এই প্রতিযোগিতার সহ-মালিক হলেও নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন তিনি। অভিযোগ রয়েছে, ২০২৩ সালে একজন প্লাস্টিক সার্জনকে জেকেএন-এ বিনিয়োগে রাজি করানোর সময় জাকাপং গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য গোপন করেছিলেন এবং নির্ধারিত সময়ে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করেননি। আদালত এই আচরণকে প্রতারণা হিসেবে বিবেচনা করেছে। অভিযুক্তের অনুপস্থিতিকে “পালানোর চেষ্টা” হিসেবে দেখা হচ্ছে।

মিস ইউনিভার্সের সহ-মালিকের নামে গ্রেপ্তারি পরোয়ানা কেন?
মঙ্গলবার মামলার রায় ঘোষণার কথা থাকলেও জাকাপং আদালতে হাজির হননি। ফলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। নতুন রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ ডিসেম্বর। স্থানীয় গণমাধ্যম জানাচ্ছে, জাকাপং বর্তমান আর্থিক সংকটের মধ্যে মেক্সিকো চলে গেছেন।
মিস ইউনিভার্স অর্গানাইজেশন এক বিবৃতিতে জানিয়েছে, এই আইনি প্রক্রিয়া তাদের প্রতিযোগিতা পরিচালনা বা দৈনন্দিন কার্যক্রমের সঙ্গে সম্পূর্ণ অসংশ্লিষ্ট। তবুও, সদ্য শেষ হওয়া মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতা বিতর্কের মধ্য দিয়ে গিয়েছে। লাইভ অনুষ্ঠানে এক পুরুষ সঞ্চালকের আচরণ ও বিজয়ী মিস মেক্সিকো ফাতিমা বোশ-কে প্রচারমূলক কনটেন্টে না দেখানো বিষয়ক সমালোচনার ঝড় ওঠে। বোশসহ কিছু প্রতিযোগী মঞ্চ ত্যাগ করেন। পরে সঞ্চালক সংবাদ সম্মেলনে কাঁদতে কাঁদতে ক্ষমা চান। ঘটনাটি মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম-এর নজরেও এসেছে।
উল্লেখযোগ্য, একসময় মিস ইউনিভার্সের মালিকানা ছিল ডোনাল্ড ট্রাম্প-এর হাতে। ২০২২ সালে জাকাপং-এর জেকেএন গ্লোবাল গ্রুপ এটি ২০ মিলিয়ন ডলারে কিনে নেন এবং পরে অর্ধেক শেয়ার ১৬ মিলিয়ন ডলারে মেক্সিকোর লেগ্যাসি হোল্ডিং গ্রুপ ইউএসএ-কে বিক্রি করেন। এই ঘটনায় আন্তর্জাতিক মিডিয়ায় আবারও প্রতিযোগিতা ও জাকাপং উভয়ই আলোচনার শীর্ষে চলে এসেছে।