সপ্তাহের শেষ কর্মদিবসের রাত অনেকের কাছেই বিরতির মতো বন্ধুদের সঙ্গে আড্ডা, একটু ফুরফুরে সময়। কিন্তু সেই মুক্ত সন্ধ্যা কখনও কখনও অপ্রত্যাশিত ঝামেলার দরজাও খুলে দেয়। এমনই এক রাতের নিয়ন্ত্রণহীন ঘটনার রহস্যঘেরা পরিণতি ঘিরেই নির্মিত হয়েছে নতুন ফ্ল্যাশ ফিকশন ‘থার্সডে নাইট’।
ইনভেস্টিগেশন থ্রিলার ঘরানার এই কনটেন্ট সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মাণ করেছেন জাহিদ প্রীতম। গল্পে দেখা যাবে একটি পার্টির পর কিছু বন্ধু নির্দিষ্ট সময়ের স্মৃতি হারিয়ে ফেলে, আর সেই খালি জায়গাটিই পুলিশের তদন্তের মূল সূত্রে পরিণত হয়।
ফ্ল্যাশ ফিকশনটিতে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সৌম্য জ্যোতি, ফররুখ আহমেদ রেহান, তাওহীদুল তামিলসহ আরও অনেকে। পুলিশের চরিত্রে দেখা যাবে সামিরা খান মাহিকে। তিনি জানান, পহেলা বৈশাখেই এই চরিত্রের শুটিং করেছিলেন। সকালে ‘আসামি পেটানো’র দৃশ্যে অভিনয় শেষ করেই একই সাজে দুপুরে উৎসবে যোগ দেন।
সামিরা বলেন, “মিথিলার জন্যই কাজটি করেছি। ওর সঙ্গে কাজ নিয়ে আলোচনা হতো সবসময়। সুযোগ আসার পর আর ফিরিয়ে দিইনি।”
ছাত্রজীবনের রাফ-টাফ, হালকা রোমান্টিক একটি চরিত্রে অভিনয় করেছেন ফররুখ রেহা। নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, “জাহিদ প্রীতম ভাইয়ের সঙ্গে কাজ করার ইচ্ছে অনেক দিনের। তিনি যেমনটা চেয়েছেন সেভাবেই চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। গল্পটা এবং আমার চরিত্র দুটোই আলাদা স্বাদের, তাই কাজ করতে খুব ভালো লেগেছে।”
‘থার্সডে নাইট’ এর গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা নিজেই। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নকশী তাবাসসুম, পারভেজ সুমন, মেহেদী হাসান মেধা, সাদিদ আদনান ওয়াহিদ, রেহনুমা আলম ঐশী প্রমুখ।
ফ্ল্যাশ ফিকশনটি মুক্তি পাবে ২৬ নভেম্বর রাত ১২টায়, একটি দেশীয় ওটিটি প্ল্যাটফর্মে।