জুনায়েদের দৃষ্টিতে নাটকের বর্তমান অবস্থা
নাটকের ব্যস্ত শুটিং মৌসুমে দম ফেলারও ফুরসত নেই অভিনেতা জুনায়েদ বোগদাদীর। টানা শুটিংয়ের ব্যস্ততার মাঝেও নাটক নিয়ে জুনায়েদ বোগদাদীর নতুন ভাবনা ও অভিজ্ঞতা তুলে ধরেছেন অভিনেতা জুনায়েদ বোগদাদী। ভালোবাসা দিবস ও ঈদ উপলক্ষে নাটকের কাজ বাড়ায় টানা শুটিং করছেন তিনি। শীতের দিনে কম সময়ের ডে লাইট, এক দিনে একাধিক দৃশ্য ধারণ সব মিলিয়ে বাড়তি চাপই এখন তার নিত্যসঙ্গী।

শীতকালে নাটকের শুটিংয়ে তাড়াহুড়া বেড়ে যায় উল্লেখ করে জুনায়েদ জানান, একটি নাটকে সাধারণত ২০ থেকে ২৪টি দৃশ্য থাকে, যার মধ্যে এক দিনে ১২–১৩টি দৃশ্য ধারণ করা কঠিন। নাটকে আলাদা করে গানের শুটিং, মেকআপ, শিল্পীদের লোকেশনে পৌঁছানো, লাইট সেটআপ এসব মিলিয়ে দুপুরের পর থেকে চাপ আরও বাড়ে। ফলে ডে লাইটের স্বল্পতা তাদের শুটিং পরিকল্পনায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
বাজেট ও সময় ব্যবস্থাপনার সমন্বয়
সমস্যার সমাধানে পরিকল্পনা জরুরি মনে করেন তিনি। বাজেট ও সময় ব্যবস্থাপনার সমন্বয় করে দুই দিনের কাজকে তিন দিন বা তিন দিনের কাজকে চার দিনে ভাগ করে নেওয়ার বিষয়টি তিনি প্রয়োজন বলে মনে করেন। একই সঙ্গে অনেক নির্মাতা এখন দুটি ক্যামেরায় শুটিং করছেন, যা চাপ কমানোর একটি কার্যকর উপায় বলে উল্লেখ করেন জুনায়েদ। তবে শীতের রোদে শুটিং তাকে বাড়তি আনন্দ দেয়। সফট লাইট ও প্রকৃতির আলো ফ্রেমে আলাদা মাত্রা যোগ করে, যা দৃশ্যকে আরও সিনেম্যাটিক করে তোলে বলে জানান তিনি।

ওটিটির কাজ প্রসঙ্গে জুনায়েদ বলেন, দেশে নানা প্রতিকূলতা এবং অনিয়মিত বিনিয়োগ ওটিটি শিল্পকে প্রভাবিত করছে। দর্শকদের মতো তিনিও ‘নেটওয়ার্কের বাইরে’ অথবা ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ ধরনের কনটেন্টে কাজ করতে চান। নতুন মুখের আগমনকে স্বাগত জানিয়ে তিনি বলেন, প্রতিযোগিতা বাড়লেও তিনি চেষ্টা করে যাচ্ছেন দর্শকদের আরও ভালো কাজ উপহার দিতে।
সহশিল্পী নির্বাচন নিয়ে অভিযোগের বিষয়েও পরিষ্কার তিনি। পরিচালক যাকে ভাবেন, যে চরিত্রে যাকে প্রয়োজন মনে করেন, সেটাই হওয়া উচিত এটি পরিচালকের ভিশন বলে মনে করেন জুনায়েদ। শিল্পী হিসেবে তিনি বরাবরই গল্প বুঝে নিজের চরিত্রকে সেরা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
সম্প্রতি প্রচারিত ‘বাবাও মানুষ’ নাটকটি দর্শকের প্রশংসা পেয়েছে। একজন বাবার সংগ্রামের গল্প নিয়ে নির্মিত নাটকটি ভালো লাগার মন্তব্যে ভরে উঠেছে ইউটিউব। ভিন্ন ঘরানার গল্পে কাজ করার ইচ্ছা থাকলেও পছন্দের স্ক্রিপ্ট সবসময় হাতে আসে না বলে আক্ষেপ করেন তিনি।
বর্তমানে ভালোবাসা দিবস ও ঈদ উপলক্ষে নাটকের শুটিংয়ে টানা ব্যস্ত সময় কাটছে জুনায়েদের। একই সঙ্গে কিছু ওটিটি প্রকল্প নিয়েও আলোচনা চলছে বলে জানান তিনি। সময় হলে সব জানাবেন বলে জানিয়েছেন এই অভিনেতা।