Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬

ভূকম্পনে কাঁপল দেশ – তারকাদের আতঙ্ক , উদ্বেগ

ভূকম্পনে কাঁপল দেশ - তারকাদের আতঙ্ক , উদ্বেগ

দেশবাসীর জন্য শোবিজ তারকাদের প্রার্থনা

হঠাৎ ভূকম্পনে কাঁপল দেশ । আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের পাশাপাশি তারকাদের মধ্যেও। সামাজিক মাধ্যমে উদ্বেগ জানাচ্ছেন বহু সেলিব্রিটি। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়। মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ভূকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। ভূমিকম্পের সময় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েন তারকারাও। তাদের মধ্যেও ছড়িয়ে পড়ে উদ্বেগ আর উৎকণ্ঠা।

ভূকম্পনে কাঁপল দেশ - তারকাদের আতঙ্ক , উদ্বেগ

ভূকম্পের পর প্রতিক্রিয়া জানিয়েছেন তারকারা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্পে আতঙ্কিত হওয়ার বিষয় শেয়ার করেছেন তারা। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘Earthquake!! Hope everyone is safe’।  মন্তব্যের ঘরে সুরভী নামের একজন লিখেছেন ‘আলহামদুলিল্লাহ সেইফ’।  আরেকজন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ ভালো আছি’।

ভূকম্পনে কাঁপল দেশ - তারকাদের আতঙ্ক , উদ্বেগ

অভিনেত্রী সাদিয়া আয়মান একটি দোয়া উল্লেখ করে লিখেছেন, “আলহামদু লিল্লাহিল্লাঝী নাজ্জানি মিনাল-বালা” (সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে বিপদ থেকে রক্ষা করেছেন)।  তিনি আরও লেখেন, ‘আমি আশা করি এবং প্রার্থনা করি সবাই নিরাপদে আছেন।  আমি এর আগে কখনো এমন ভূমিকম্প অনুভব করিনি, এটি সত্যিই আমাকে নাড়িয়ে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন এবং তার রহমতের ছায়ায় রাখুন।  আমিন’।

ভূকম্পনে কাঁপল দেশ - তারকাদের আতঙ্ক , উদ্বেগ

পোস্টের পর একজন মন্তব্য করেন, ‘এই ভূমিকম্প আমাদের স্মরণ করিয়ে দেয়, দুনিয়া ক্ষণস্থায়ী, আর আশ্রয় একমাত্র আল্লাহর কাছেই।  আল্লাহ সবাইকে হেফাজত করুন।’

অভিনেতা চঞ্চল চৌধুরী তার ভয়ংকর অভিজ্ঞতার কথা জানিয়ে লিখেছেন, ‘ভূমিকম্পের ভয়ংকর অভিজ্ঞতা! সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন, সৃষ্টিকর্তা সকলকে রক্ষা করুন।’

ভূকম্পনে কাঁপল দেশ - তারকাদের আতঙ্ক , উদ্বেগ

অভিনেত্রী সাবিলা নূর লিখেছেন, ‘May Allah keep us all safe!’

আরেক অভিনেত্রী সামিরা খান মাহি লিখেছেন, ‘বাংলাদেশে একটু আগে ভূমিকম্প অনুভূত হয়েছে। সবাই সাবধানে থাকবেন।’ এরপর তিনি তার বাসার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করে আরও লিখেছেন,’মনে হচ্ছে আমার বিড়ালগুলো আগে থেকেই বুঝতে পারছিল, আল্লাহ মহান।

ভূকম্পনে কাঁপল দেশ - তারকাদের আতঙ্ক , উদ্বেগ

সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব তার ভবনের একটি আতঙ্কজনক ছবি প্রকাশ করেছেন। যেখানে দেখা যায় প্লাস্টার ভেঙে ফেটে পড়েছে। বোঝাই যাচ্ছে, এই চিত্রটি গায়ককেও ফেলেছে চরম আতঙ্কে।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এর আগে, চলতি বছরের ৫ মার্চ রাজধানীতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

সামীরাসহ ১১ জনের সম্পদ জব্দের আবেদন নথিভুক্ত সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও…
সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

নজরে পড়ার মতো কিছু করতে পারেননি সাদনিমা

সাদনিমা বিনতে নোমান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর এসিআই এরোসল-এর একটি বিজ্ঞাপন দিয়ে পর্দায় আসে ছোট্ট একটি মেয়ে।…
নজরে পড়ার মতো কিছু

‘যদি রাত পোহালে শোনা যেত’- গানের গায়ক মারা গেছেন

মলয় কুমার গাঙ্গুলী ‘যদি রাত পোহালে শোনা যেত’- গানের গায়ক মলয় কুমার গাঙ্গুলী মারা গেছেন। তিনি একজন…
‘যদি রাত পোহালে শোনা যেত’
0
Share