জন্মদিনে প্রবীণদের উপহার দিলেন বুবলী
ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী। সিনেমায় অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। এবার বাবা-মা, একমাত্র ছেলে শেহজাদকে ছাড়াই বৃদ্ধাশ্রমে গিয়ে উদযাপন করেছেন নিজের জন্মদিন। রাজধানীর একটি বৃদ্ধাশ্রমে বয়োজ্যেষ্ঠদের সঙ্গে সময় কাটান, কেক কাটেন, গল্প করেন আর ভাগ করে নেন খাবার। শুধু তাই নয়, সিনিয়র সিটিজেনের জন্য উপহারের ব্যবস্থাও করেন এই অভিনেত্রী।

পরিবার, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছার ভিড়ে মানবিকতার অনন্য এক দৃষ্টান্ত দেখালেন বিশেষ এই দিনে। বৃদ্ধাশ্রমে কাটানো সময় নিয়ে বুবলী গভীর অনুভূতি প্রকাশ করেছেন ফেসবুকে।
বুবলী সেই পোস্টে লিখেছেন, ‘জন্মদিনের মতো স্পেশাল সুন্দর দিনে পরিবার, সাংবাদিক, প্রিয় ভক্ত, শুভাকাঙ্ক্ষীসহ নানা শুভেচ্ছা এবং ভালোবাসায় কাটানো হয়। যা সত্যি আমার জন্য অনেক বড় আনন্দের এবং ভাগ্যের। ঠিক তার পাশাপাশি এমন কিছু সময় থাকে যা মনের শান্তি ও আত্মতৃপ্তি আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। এই সময়টি ঠিক তেমনই। এই বাবা-মায়েদের সাথে কাটানো সময়গুলো অনেক স্মরণীয় হয়ে থাকলো’।

সংবাদ পাঠিকা থেকে নায়িকা হওয়ার গল্প
সংবাদ পাঠিকা থেকে রুপালি পর্দার নায়িকা হয়ে উঠার বুবলী যাত্রা ছিল অনন্য। ২০২০ সালে শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ ও ‘শুটার’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়। এরপর ‘সুপারহিরো’ ‘রংবাজ’ ‘পাসওয়ার্ড’ একের পর এক সফল ছবিতে শাকিব-বুবলী জু্টি ঢালিউডে ইতিহাস তৈরি করে।

ভক্তদের ভালবাসায় বহুদূর যেতে চান বুবলী
ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা চিত্রনায়িকা বুবলীর। চার ভাইবোনের মধ্যে তৃতীয় তিনি। বড় বোন নাজনীন মিমি একটা সময় গান করলেও বর্তমানে স্বামী সংসার নিয়ে ব্যস্ত। মেজো বোন শারমিন সুইটি সংবাদ পাঠিকা হিসেবে কাজ করছেন। আর ছোট ভাই জাহিদ হাসান আকাশ ব্যস্ত পড়াশোনা নিয়ে। শৈশব থেকেই পড়াশোনায় মেধাবী বুবলীর প্রথম বিদ্যাপীঠ উদয়ন স্কুল অ্যান্ড কলেজ। এরপর এইচএসসি পাস করেন উত্তরা উইমেন কলেজ থেকে। সেখান থেকেই অর্থনীতিতে অনার্স শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ করেন। এখন সিনেমাই বুবলীর স্বপ্ন। সিনেমার সঙ্গেই কাটে তার একেকটা দিন। দর্শকের ভালোবাসায় সিক্ত হয়ে আরও বহুদূর পথ চলতে চান এই নায়িকা।