ফাতিমা সানা শেখের স্বাস্থ্যগত লড়াই
দাঙ্গাল অভিনেত্রী ফাতিমা সানা শেখ নিজের স্বাস্থ্যগত লড়াই নিয়ে আবারও খোলামেলা কথা বলেছেন। কয়েক বছর আগে মৃগী রোগের বিষয়টি প্রকাশ্যে আনার পর এবার আরও এক ব্যক্তিগত সংকট তুলে ধরলেন তিনি। মৃগি ছাড়াও আরেক রোগে ভুগছেন দাঙ্গালের ফাতিমা সানা । তার এই নতুন রোগের নাম বুলিমিয়া নার্ভোসা। বিষয়টি জানাজানি হতেই তার ভক্তদের মধ্যে অবাক হওয়া ও উদ্বেগ দুটোই দেখা দিয়েছে।

যে কারণে রোগে ভুগছেন দাঙ্গালের ফাতিমা সানা
অভিনেত্রী ফাতিমা সানা জানিয়েছেন, জীবনের এক পর্যায়ে খাওয়ার প্রতি নিয়ন্ত্রণ হারানোর প্রবণতা তাকে গভীর মানসিক চাপে ফেলে। বাইরে থেকে তিনি যতই প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী বলে মনে হোক না কেন, ভেতরে তিনি সংগ্রাম করছিলেন নিজের শরীর ও মনের সঙ্গে। ‘দাঙ্গাল’ছবির জন্য উচ্চ ক্যালোরির ডায়েট অনুসরণ করতে হয়েছিল তাকে।

শুটিং শেষ হলেও খাবারের ওপর নির্ভরতা কমাতে পারেননি। ধীরে ধীরে খাবার হয়ে উঠেছিল একধরনের মানসিক সান্ত্বনা আবার একই সঙ্গে অপরাধবোধের কারণ। অতিরিক্ত খাওয়া, পরে তা আড়াল করার চেষ্টা এই চক্রে তিনি নিজেকে বন্দী অবস্থায় অনুভব করতেন।
এই কঠিন সময়ে প্রথম তার সমস্যাটি বুঝতে পারেন ঘনিষ্ঠ বন্ধু ও সহ অভিনেত্রী সানায়া মালহোত্রা। সানায়ার মতে, ফাতিমার আচরণে একটি অস্বাভাবিক চাপ কাজ করছিল। বন্ধুর সেই সৎ মন্তব্যেই নিজের ভেতরের লড়াই সম্পর্কে স্পষ্ট ধারণা পান ফাতিমা। অভিনেত্রীর ভাষায়, নিজের ওপর নিয়ন্ত্রণ হারানোর অনুভূতি, লজ্জা ও ভয়ের কারণে মানসিক অবস্থা আরও জটিল হয়ে ওঠে। খাবারের সঙ্গে তার সম্পর্ক একসময় সম্পূর্ণ ‘টক্সিক’ রূপ নেয়।
দীর্ঘ সময়ের সংগ্রাম, চিকিৎসা, সচেতনতা এবং কাছের বন্ধুদের সহায়তায় ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছেন ফাতিমা সানা শেখ। তার বার্তা একটাই “সাহায্য চাইতে কখনো লজ্জা পাওয়া উচিত নয়। আমার অভিজ্ঞতা হয়তো অন্য কাউকে সাহস দেবে।’