নরেন্দ্র মোদির মায়ের বায়োপিকে রাবিনা ট্যান্ডন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা কে নিয়ে নির্মিত হচ্ছে বায়োপিক । সেপ্টেম্বরে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর থেকেই ছবিটি ঘিরে শিল্পী নির্বাচনের কৌতূহল ছিল তুঙ্গে। অবশেষে নিশ্চিত হয়েছে নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির চরিত্রে দেখা যাবে রাবিনা ট্যান্ডনকে। দীর্ঘদিন পর এমন একটি বাস্তব চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী, যা নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মাঝে বাড়ছে প্রত্যাশা।

ছবিটির সম্ভাব্য নাম রাখা হয়েছে ‘মা বন্দে’। সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন দক্ষিণের নির্মাতা ক্রান্তি কুমার চৌধুরী। এটি হবে তার প্রথম হিন্দি বায়োপিক। সিনেমাটি রাজনৈতিক জীবনীমূলক চলচ্চিত্র হিসেবে ইতোমধ্যেই বিশেষ গুরুত্ব পাচ্ছে।
প্রসঙ্গত রাবিনা ট্যান্ডন নব্বইয়ের দশকের বলিউডের উজ্জ্বলতম নক্ষত্রদের একজন। ‘মোহরা’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘দিলওয়ালে’ এর মতো ব্লকবাস্টারের নায়িকা থেকে শুরু করে জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী। সাম্প্রতিক বছরগুলোতে ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমেও নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠা করেছেন। দীর্ঘ অভিজ্ঞতা, স্থিরতা ও অভিনয়ের গভীরতা সব মিলিয়ে রাবিনা আজও বলিউডে এক নির্ভরযোগ্য নাম।
সিনেমার ব্যপারে রাবিনা জানিয়েছেন, হীরাবেন মোদির জীবনগাথা তাকে গভীরভাবে আন্দোলিত করেছে। একটি সাধারণ গুজরাটি পরিবারের নারী হয়েও কীভাবে তিনি সন্তানদের মূল্যবোধ, অধ্যবসায় ও সততার শিক্ষা দিয়েছেন তা তাকে এই চরিত্রের প্রতি আকৃষ্ট করেছে। রাবিনার ভাষায়, ‘হীরাবেন ছিলেন এক নীরব শক্তি, যাঁর হাতেই গড়ে উঠেছে দেশের অন্যতম প্রভাবশালী একজন নেতা।’
নির্মাতাদের মতে, এই বায়োপিক কেবল রাজনৈতিক ইতিহাস নয়; বরং একটি মায়ের অবদান, সংগ্রাম এবং ছেলেকে মানুষ করে তোলার দীর্ঘ যাত্রার গল্প। চাওয়ালা হিসেবে মোদির শুরুর জীবন থেকে রাজনৈতিক উত্থান পর্যন্ত এই পথচলার আড়ালের মা-ছেলের সম্পর্কই হবে সিনেমার মূল আবেগ।
নরেন্দ্র মোদির চরিত্রে অভিনয় করছেন মালয়ালম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা উন্নি মুকুন্দন। তার মোদি লুক প্রকাশের আগেই দর্শক মহলে উচ্ছ্বাস দেখা দিয়েছে। নির্মাতারা আশা করছেন, ‘মা বন্দে’ রাজনৈতিক দর্শক ছাড়াও সাধারণ প