কাজের গুণাগুণ নিয়ে আলোচনা তুলেছেন দীপিকা
কিছু মানুষ থাকে সবসময় যারা অন্যদের পথ দেখান। বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোণও হয়ে উঠছেন তাদেরই একজন। নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করা শুরু করছেন দীপিকা। শোবিজ দুনিয়ায় এতোদিন অভিনয়শিল্পীদের অধিকার, কাজের সময় নিয়ে ছিলো না কোন আলোচনা। সব কিছু ছাপিয়ে এবার কাজের সময়, কাজের গুণাগুণ নিয়ে আলোচনা তুলেছেন দীপিকা। এমনকি টাকার চেয়ে বড় বিষয়কে প্রাধান্য দিচ্ছেন দীপিকা পাড়ুকোন ।

এই অভিনেত্রী জানিয়েছেন, আর্থিক অবস্থা, বক্স অফিসের মাইলফলক তার সিদ্ধান্তে এখন প্রভাব ফেলে না, বরং তিনি গুরুত্ব দিচ্ছেন কাজের উদ্দেশ্য, সৃজনশীলতা আর সততাকে।
টাকার চেয়ে বড় বিষয়কে প্রাধান্য দিচ্ছেন দীপিকা
সম্প্রতি প্রভাস অভিনীত ছবি সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ও নাগ অশ্বিনের ‘কল্কি’র সিকুয়েল থেকে সরে দাঁড়ানোর পরই দীপিকার দৃষ্টিভঙ্গির এই পরিবর্তন স্পষ্ট হয়। এক সাক্ষাৎকারে দীপিকা জানান, অর্থের সংখ্যা তার সিদ্ধান্তকে প্রভাবিত করে না। তিনি বলেন, ‘এই পর্যায়ে এসে আর সেটা নিয়ে ভাবি না। ১০০ কোটি, ৫০০ কোটি কিংবা ৬০০ কোটি—এসব আর আমার মাপকাঠি নয়।’
পারিশ্রমিককে গুরুত্ব না দিয়ে দীপিকা এখন উদ্দেশ্য ও সততার ভিত্তিতে প্রকল্প বেছে নেন। তিনি যোগ করেন, ‘যা আমার সত্য বলে মনে হয় না, তা আমি করি না। কখনো কখনো মানুষ অনেক টাকা অফার করে এবং ভাবে শুধু সেটাই যথেষ্ট—কিন্তু সেটা নয়।’

অভিনেত্রী জানান, নতুন সৃজনশীল প্রতিভাদের সঙ্গে কাজ করতেই তিনি এখন সবচেয়ে বেশি তৃপ্তি পান। নতুন লেখক, নির্মাতা, এমনকি নতুন প্রযোজকদের সমর্থন করাতেই বেশি মন দিচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।
দীপিকা আরও জানান, কোনো কাজ হয়তো বড় বাণিজ্যিক ছবি নয়, কিন্তু তিনি যদি মানুষটা ও তার বার্তাকে বিশ্বাস করেন তাহলে তার পাশে থাকবেন।
এছাড়াও ৮ ঘন্টার কাজের দাবি নিয়ে সম্প্রতি আলোচনায় এসেছেন দীপিকা। ৮ ঘন্টার বেশি কাজকে স্বাভাবিক ভাবাও বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘আমরা অতিরিক্ত কাজ করাকে স্বাভাবিক করে ফেলেছি। মানুষের শরীর–মন, উভয়ের জন্য আট ঘণ্টার কাজই যথেষ্ট। আপনি সুস্থ থাকলেই সেরাটা দিতে পারবেন।’
দীপিকার ৮ ঘন্টা কাজের দাবি বলিউডে এখন বেশ আলোচিত বিষয়। সাথে দীপিকার এই পরিবর্তনে বেশ অবাকও তার ভক্ত-অনুরাগীরা। অনেকেই তাকে বাহবা দিচ্ছেন এই কাজে।