নির্ভীক চরিত্রে তিশা, ফার্স্ট লুকে মুগ্ধ হলেন ভক্তরা
ঢালিউড মেগাস্টার শাকিব খানের হাত ধরে বড়পর্দায় আসছেন তানজিন তিশা। ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী প্রথমবার চলচ্চিত্রে অভিনয় করছেন। চলতি বছরে মুক্তির অপেক্ষায় থাকা অ্যাকশন -থ্রিলার সিনেমা ‘সোলজার’-এ দেখা যাবে তাকে।সোমবার ‘সোলজার’-এর অফিসিয়াল ফেসবুক পেজে ‘সোলজার’ এর ফার্স্ট লুকে তিশা এর পোস্টার প্রকাশ করা হয়। তার চোখে-মুখে শক্তি ও আত্মবিশ্বাসের উপস্থিতি নজর কেড়েছে। পোস্টারে দেখা গেছে, ক্যামেরা হাতে একজন নির্ভীক নারীর চরিত্রে।চারপাশে ভাসমান দাবার গুটিগুলো ইঙ্গিত দিচ্ছে তার মানসিক দৃঢ়তা ও কৌশলী ভাবমূর্তির।

তিশার ফার্স্ট লুক প্রকাশের পর সামাজিক মাধ্যমে ভক্তদের মাঝে শুরু হয়েছে আলোচনা। মন্তব্যে ঘরে শারমিন আক্তার নামে একজন লিখেছেন, ‘নাইস লুকিং’। ইউসুফ নামের একজনের মন্তব্য, ‘প্রিয় নায়ক মেগাস্টার শাকিব খানের বিপরীতে প্রথমবার, শুভ কামনা রইল’। আরেকজন মন্তব্যের ঘরে লিখেছেন, “মনে হচ্ছে ‘সোলজার’-এ তিশা সাংবাদিকের চরিত্রে।” তবে হঠাৎ করে কোনো ঘোষণা ছাড়াই পোস্টার প্রকাশ করায় কেউ কেউ ক্ষোভও জানিয়েছেন।

এ বছর বা নতুন বছরের শুরুতে মুক্তি পাবে ‘সোলজার’
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘সোলজার’ সিনেমটি নির্মাণ করেছেন সাকিব ফাহাদ। ইতোমধ্যে ছবির শুটিং শেষ হয়েছে। তিশা ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, তারিক আনাম খান, তৌকীর আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ অনেকে। সব ঠিক থাকলে এ বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সোলজার’।