‘মাই ডিয়ার ফুটবল’: আসছে মোশাররফ করিমের সিনেমা
ফুটবল খেলা নিয়ে আসছে মোশাররফ করিমের সিনেমা। অভিনেতা ও নির্মাতা কচি খন্দকার এই সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। সিনেমাটির নাম ‘মাই ডিয়ার ফুটবল’। সিনেমাটি নির্মিত হবে একটি মফস্বল শহরের গল্পকে কেন্দ্র করে। সেই মফস্বলে ফুটবল শুধু খেলা নয়, তারও অধিক কিছু। ফুটবলকে দেখানো হবে জীবন, আবেগ ও স্মৃতির অংশ হিসেবে। এই সিনেমার মাধ্যমে ফুটবলকে ঘিরে বেড়ে ওঠা, স্বপ্ন দেখা, সংগ্রাম আর সম্পর্কের গল্পও উঠে আসবে বলে জানা গেছে।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন দেশনন্দিত অভিনেতা মোশাররফ করিম। এমনটা নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।
মোশাররফ করিমের সঙ্গে কচি খন্দকারের বন্ধুত্ব ও কাজের বোঝাপড়া বহু দিনের। নাটক, টেলিফিল্মসহ অসংখ্য কাজে এই জুটিকে দেখা গেছে। তারই ধারাবাহিকতায় এবার বড় পর্দায় আসছে এই দুইজনের নতুন প্রজেক্ট।
ফুটবল খেলা নিয়ে সিনেমা কেন ?
সিনেমাটি নিয়ে কচি খন্দকার জানিয়েছেন, ছোটবেলায় ‘ডিয়ার’ নামে একটি ফুটবল ছিল, যা অনেকের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। ঠিক সেই নস্টালজিয়া ও ‘ডিয়ার’ শব্দের অর্থ ‘প্রিয়’ দুটিকে মিলিয়েই নাম রাখা হয়েছে ‘মাই ডিয়ার ফুটবল’।
আগামী বছর জুলাই বা আগস্টে কুষ্টিয়ায় শুটিংয়ের পরিকল্পনা রয়েছে সিনেমাটির। এ বছরের শেষ দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সিনেমার ঘোষণা আসবে। মোশাররফ করিম ছাড়াও অন্যান্য চরিত্রে কারা থাকবেন, সে বিষয়ে জানানো হবে।
মোশাররফ করিম ও কচি খন্দকার এর আগেও ফুটবলভিত্তিক টেলিফিল্মে কাজ করেছেন। তবে এবারই প্রথম তারা ফুটবলকেন্দ্রিক গল্প নিয়ে সিনেমা নির্মাণ করছেন।
কচি খন্দকার সম্প্রতি নির্মাণ করেছেন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। সেই ধারাবাহিকেও যুক্ত হচ্ছেন মোশাররফ করিম। নির্মাতা ইতোমধ্যেই নিশ্চিত করেছেন, খুব শীঘ্রই তাকে দেখা যাবে নতুন পর্বগুলোতে।