প্রিন্স সিনেমায় জুটি হচ্ছেন শাকিব ও ফারিণ
বলিউড সুপারস্টার শাকিবের সিনেমা ‘প্রিন্স’ এর নায়িকা ফারিণ । ঈদুল ফিতরে একসঙ্গে বড় পর্দায় হাজির হবেন ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায়। শনিবার বিকেলে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেছে। সেখানেই ‘প্রিন্স’ সিনেমায় তাসনিয়া ফারিণকে দলিলে সই করিয়ে চূড়ান্ত ঘোষণা দিলেন নির্মাতা আবু হায়াত মাহমুদ।

পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, প্রযোজক শিরিন সুলতানার সঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছবির ক্যাপশনে লেখা, ‘আনুষ্ঠানিক ঘোষণা তাসনিয়া ফারিণ ‘প্রিন্স’ এ যোগ দিলেন’। এতে আরও বলা হয়েছে, ‘দশকের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের সাথে এক নতুন যাত্রা শুরু। এক নতুন অধ্যায়ের সূচনা।’

শুরুতে গুঞ্জন ছড়ায় ইধিকা আবারও বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন এবং সেটিও আবার শাকিব খানের বিপরীতে! তবে , শেষ পর্যন্ত প্রিন্স সিনেমায় তা আর হয়নি।
‘প্রিন্স’ সিনেমাটি নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে নির্মিত হচ্ছে। যেখানে থাকবে ক্রাইম, লাভ, অ্যাকশন ও ইমোশনের সমন্বয়। সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত। গল্প ও চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। আর সঙ্গে যুক্ত ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন। জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরেই প্রেক্ষাগৃহে আসবে সিনেমাটি।
বর্তমানে শাকিব খান ব্যস্ত রয়েছেন তার চলতি প্রকল্প ‘সোলজার’ নিয়ে। এতে তার বিপরীতে অভিনয় করছেন জান্নাতুল ফেরদৌস ঐশী ও তানজিন তিশা। সিনেমাটি ডিসেম্বর মাসে মুক্তির অপেক্ষায়।