হোটেল বয়ের চিঠি
ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসাও কুড়িয়েছেন তিনি। সম্প্রতি তার সাথে ঘটে গেছে এক গেছে এক অবাক কাণ্ড। দীঘিকে চিঠি লিখলেন হোটেল বয় । বিদেশে এক হোটেল বয়ের চিঠি পেয়ে মুগ্ধতা প্রকাশ করলেন এই অভিনেত্রী।

দীঘিকে চিঠিতে যা লিখলেন হোটেল বয়
দীঘি বর্তমানে সৌদি আরবের রিয়াদে অবস্থান করছেন। সেখান থেকে একটি চিঠির ছবি নিজের সামাজিকমাধ্যমে পোস্ট করেছেন। দীঘিকে চিঠি লিখলেন হোটেল বয় যেখানে লেখা রয়েছে, ‘আপু, আপনার সাথে দেখা করতে পারব?’ নিচের অংশে ইংরেজিতে লেখা, ‘রুম অ্যাটেনডেন্ট।’এ চিঠির ক্যাপশনে দীঘি লেখেন, সকালবেলা হোটেল থেকে বের হওয়ার সময় রিসেপশনে বলে গিয়েছিলাম আমার রুমটা যেন ক্লিন করে রাখে। অনেক হাঁটাহাঁটি করে দুই হাত ভর্তি শপিং করে রুমে ঢুকে দেখি আমার রুমে একটা ছোট চিরকুট রাখা। সম্ভবত যে রুম ক্লিন করেছিল, উনি বাঙালি।
মুগ্ধতা প্রকাশ করে দীঘি লেখেন, এই ডিজিটাল আর সোশ্যাল মিডিয়ার যুগে কেউ এইভাবে একটু দেখা করতে চাচ্ছে, ব্যাপারটা খুব মিষ্টি লাগল। এই নোটটার মাধ্যমে আবারো নতুন করে উপলদ্ধি করলাম ভালোবাসা এখনো চিঠিতে বসবাস করে। আর আমার এমন ভক্তদের জন্যই এখনো নিজের পায়ে দাঁড়িয়ে আছি। তাদের এই ভালোবাসাটা আজীবন চলমান থাকুক।‘
শিশুশিল্পী হিসেবে অল্প বয়সেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। বর্তমানে নায়িকা হিসেবে কাজ করছেন। সবশেষ ‘জংলি’ সিনেমাতে অভিনয়ের পর দর্শকদের ভালোবাসা পেয়েছেন তিনি। বর্তমানে ‘বরবাদ’র পরিচালকের ‘বিদায়’ নামের সিনেমায় কাজ করছেন। যেখানে প্রথমবার বাপ্পারাজের সঙ্গে দেখা যাবে দীঘিকে।