ভারতের রাজধানী দিল্লির লালকেল্লার সন্নিকটে ভয়াবহ বিস্ফোরণে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি নিয়ে ভারতজুড়ে উদ্বেগ বাড়ার পাশাপাশি প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড তারকারাও। এই মর্মান্তিক ঘটনার প্রভাব পড়তে পারে বলিউডের বহুল আলোচিত ছবি ‘ধুরন্ধর’এর প্রচারণাতেও। রণবীর সিং অভিনীত এই ছবির প্রথম ঝলক প্রকাশিত হয়েছিল কয়েক মাস আগে, যেখানে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট কাহিনি তুলে ধরা হয়।
বুধবার ছবিটির মূল ঝলক (ট্রেলার-টিজার) উন্মোচনের তারিখ নির্ধারিত ছিল। তবে দিল্লির বিস্ফোরণের পর পরিস্থিতি বিবেচনায় ঝলক প্রকাশ স্থগিত হতে পারে বলে ভারতীয় বিনোদনভিত্তিক সামাজিকমাধ্যম ও সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। যেহেতু ছবির গল্প সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কিত তাই চলমান ঘটনাপ্রবাহে প্রচারণা চালানো ঠিক হবে কি না এ নিয়েও নির্মাতারা পুনর্বিবেচনা করছেন বলে জানা গেছে। যদিও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
ঝলক উন্মোচনের আয়োজন ছিল মুম্বাইয়ের ‘নীতা মুকেশ আম্বানী কালচারাল সেন্টার’ এ। সিনেমাতে রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খন্না, আর মাধবন ও সারা অর্জুন। পরিচালনা করেছেন আদিত্য ধর যিনি ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’ ও ‘আর্টিকল ৩৭০’-এর মতো চলচ্চিত্রের জন্য সু-পরিচিত। সম্প্রতি তাঁর নতুন ছবি ‘বারামুল্লা’ ওটিটিতে মুক্তি পেয়েছে, যেখানে কাশ্মীরি পণ্ডিতদের ইতিহাস তুলে ধরা হয়েছে।
ভারতের এই ঘটনার তদন্ত এখনো চলমান। বাংলাদেশসহ গোটা দক্ষিণ এশিয়াতেই ” ছবির প্রচারণা স্থগিত হয় কি না” এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে , তবে এখন উত্তর মিলবে কেবল নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণায়