তানজিয়া জামান মিথিলা
মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছেন তানজিয়া জামান মিথিলা। ১২১টি দেশের প্রতিযোগীদের সাথে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে লড়ছেন তিনি। চলছে ভোট প্রদান কার্যক্রমও। আর তাই মিস ইউনিভার্সে মিথিলার জন্য ভোট চাইলেন জয়া-ফারিয়া। এর আগে গেল সেপ্টেম্বরে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট জিতে নিয়েছিলেন মিথিলা।
মিস ইউনিভার্স বাংলাদেশ হওয়ার সুবাদেই তিনি পেয়ে যান মিস ইউনিভার্সের আসরে অংশগ্রহণের টিকিট। অক্টোবরের শেষ দিকে মিথিলা থাইল্যান্ডে গিয়েছেন।
মিথিলা তার সামাজিক মাধ্যম ফেসবুকের এক স্ট্যাটাসে জানিয়েছেন, ইতোমধ্যে প্রায় ৭৩ হাজারেরও বেশি ভোট পেয়ে তালিকায় ৫ এ আছেন তিনি। এদিকে মিথিলাকে জয়ী দেখতে বাংলাদেশ থেকে অভিনয়শিল্পী ও মডেলরা ভোট চাইছেন। এ তালিকায় যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনয়শিল্পী জয়া আহসান।

সবাইকে বিনা মূল্যে ভোট দিতে উৎসাহিত করুন – জয়া আহসান
মিথিলাকে ভোট প্রদান করার আহ্বান জানিয়ে জয়া তার ফেসবুক পেজে লিখেছেন, ‘আমরা অনেকেই ফোনে স্ক্রল করে সময় ব্যয় করি। এর কিছুটা সময় ব্যয় করে বাংলাদেশকে সাপোর্ট করতে তানজিয়া জামান মিথিলাকে ভোট দিন। আপনার প্রতিটি ভোট বাংলাদেশ এবং মিথিলার জন্য মূল্যবান। আপনি ভোট দিন এবং সবাইকে বিনা মূল্যে ভোট দিতে উৎসাহিত করুন। মিস ইউনিভার্স অ্যাপে বাংলাদেশ নির্বাচিত করুন এবং গেট ভোট নির্বাচন করুন—একটি বিজ্ঞাপনের ভিডিও দেখুন এবং বিনা মূল্যে ভোট সংগ্রহ করুন এবং তারপর বাংলাদেশকে ভোট দিন। আপনি এটি বারবার করতে পারেন।’
জয়া আহসান ছাড়াও রুনা খান, সামিরা খান মাহি, শবনম ফারিয়া প্রমুখ মিথিলার জন্য ভোট চেয়েছেন। ১১ নভেম্বর মঙ্গলবার দুপুরে কথা হয় মিথিলার সঙ্গে। জানান, খুব ব্যস্ত সময় পার করছেন, তবে দেশের তারকাদের অনেকে যে তার জন্য ভোট চাইছেন, এতে তিনি বেশ অনুপ্রাণিত বোধ করছেন। তাদের সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

মিথিলা বলেন, ‘প্রতিযোগিতার এই সময়টাতে ভোট অনেক বেশি প্রয়োজন। ২০ কোটির মানুষের দেশ, আমার বাংলাদেশ। যতদূর শুনেছি চার থেকে পাঁচ লাখ ভোট পেলেই আমি অনেক দূর এগিয়ে যেতে পারব। আমার এগিয়ে যাওয়ার সঙ্গে বাংলাদেশও কিন্তু এগিয়ে যাবে। তাই আমার এগিয়ে যাওয়ার জন্য সচেতন বাংলাদেশি সবার কাছ থেকে বেশি বেশি ভোট দরকার।’
২০২০ সালে মিথিলা মিস ইউনিভার্স বাংলাদেশ খেতাব জিতলেও কোভিড-১৯ বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি। ২০২৫ সালে আবার মুকুট জিতলেন তিনি।