Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫

ওজন কমিয়েও বডি শেমিং থেকে মুক্তি পাননি সোনাক্ষী সিনহা

ওজন কমিয়েও বডি শেমিং থেকে মুক্তি পাননি সোনাক্ষী সিনহা

সোনাক্ষী সিনহা আবারও আলোচনায়

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা আবারও আলোচনায়। সামনে আসছে তার সিনেমা ‘জটাধারা’। ছবিটি মুক্তির আগে একটি সাক্ষাৎকার দিয়েছেন এই অভিনেত্রী। খোলামেলা কথা বলেছেন সেখানে নানা বিষয় নিয়ে। নিজের জীবনের একসময়কার কঠিন লড়াই, শরীর নিয়ে কটাক্ষ, এবং ইন্ডাস্ট্রিতে টিকে থাকার বাস্তবতা নিয়েও কথা বলেছেন তিনি। তবে ওজনকমিয়েও বডি শেমিং থেকে মুক্তি পাননি সোনাক্ষী সিনহা, সেই বিষয়টি উঠে এসেছে আবারো।

সোনাক্ষী সিনহার বলিউড যাত্রাটা সহজ ছিল না। ‘দাবাং’ ছবির মাধ্যমে ২০১০ সালে সালমান খানের বিপরীতে বড় পর্দায় অভিষেক হয় তার। তবে এর আগেই তাকে পেরোতে হয়েছে কঠিন এক মানসিক ও শারীরিক সংগ্রাম। বলিউডে আসার আগে ৩০ কেজিরও বেশি ওজন ঝরিয়েছিলেন তিনি। কিন্তু তাতেও সমালোচকদের মুখ বন্ধ করা যায়নি। সমাজের একাংশের বডি-শেমিং, কটাক্ষ আর অনর্থক তুলনা তাকে দীর্ঘদিন তাড়া করেছে।  

অভিনেত্রীর ভাষায়, “আমি যখন এই ইন্ডাস্ট্রিতে পা রাখি, তখন নিজের সবটা দিয়েছিলাম। নিয়মিত ব্যায়াম, কঠোর ডায়েট সবকিছু করেছি। ৩০ কেজি ওজন কমানোর পরও অনেকে আমাকে নিয়ে হাসাহাসি করেছে। তখন বুঝেছিলাম, মানুষ আসলে কখনোই সন্তুষ্ট হয় না।”

তিনি আরও বলেন, “এখন ভাবি, এসব নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। যদি কেউ আমার প্রচেষ্টা দেখতে না চায়, বা অকারণে ঘৃণা করতে চায়, সেটা তাদের সমস্যা আমার নয়।”

সোনাক্ষী মনে করেন, আত্মবিশ্বাসই তার সবচেয়ে বড় শক্তি। ‘দাবাং’ এর সাফল্যের পর থেকে তিনি শিখেছেন নিজের প্রতি শ্রদ্ধা রাখতে, এবং অন্যের মতামতের ওপর নির্ভর না করে নিজের পথ চলতে।

বর্তমানে ‘জটাধারা’ এর প্রচারণায় ব্যস্ত এই অভিনেত্রী। সিনেমা নিয়ে তিনি জানালেন, নতুন ছবিটিতে তার চরিত্র হবে সম্পূর্ণ ভিন্ন। যা আগের কাজগুলোর তুলনায় আরও পরিণত ও বাস্তবধর্মী। সিনেমাটি মুক্তি পেলে দর্শকরা আবারও এক নতুন সোনাক্ষীকে দেখতে পাবেন বলে প্রত্যাশা করেছেন এই অভিনেত্রী।  

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাহরুখের জন্মদিনে বাংলাদেশি ভক্তদের ব্যতিক্রমী আয়োজন

বাংলাদেশি ভক্তদের ব্যতিক্রমী আয়োজন বলিউড বাদশা শাহরুখ খানের জনপ্রিয়তা ভারতের সীমা ছাড়িয়েছে বহু আগেই। পৃথিবীর…
শাহরুখের জন্মদিনে বাংলাদেশি ভক্তদের ব্যতিক্রমী আয়োজন

ওটিটিতে আসছে তটিনী-ইয়াশের ফিল্ম ‘তোমার জন্য মন’

ওয়েব ফিল্ম ‘তোমার জন্য মন’ দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। মফস্বলে…
ওটিটিতে আসছে তটিনী-ইয়াশের ফিল্ম ‘তোমার জন্য মন’

ইমরান হাশমীর সিনেমা নিয়ে ধর্ম অবমাননার মামলা

সিনেমা মুক্তির স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট অভিনেত্রী ইয়ামি গৌতম ও অভিনেতা ইমরান হাশমি অভিনীত সিনেমা ‘হক’ এ…
ইমরান হাশমীর সিনেমা নিয়ে ধর্ম অবমাননার মামলা
0
Share