নায়িকাকে পরিচয় করিয়ে দিলেন নির্মাতা ও প্রযোজক
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রেদওয়ান রনি ‘দম’ নামে একটি সিনেমা নির্মাণ করার ঘোষণা দিয়েছেন। সিনেমায় অভিনয় করবেন দেশের জনপ্রিয় দুই অভিনেতা চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। তবে তাদের সঙ্গে নায়িকা হিসেবে কে থাকছেন—তা নিয়ে কয়েকদিন ধরেই চলছিলো নানা জল্পনা- কল্পনা। অবশেষে সকল জল্পনার অবসান ঘটিয়ে সিনেমাটির মহরতে আনুষ্ঠানিকভাবে নায়িকাকে পরিচয় করিয়ে দিলেন নির্মাতা ও প্রযোজক।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শুটিং ক্লাবে আয়োজিত হয় সিনেমার মহরত ও পরিচয় পর্ব। সেখানে সিনেমার নায়িকা হিসেবে পূজা চেরীর নাম ঘোষণা করা হয়। চমক হিসেবে পালকিতে চড়ে মঞ্চে হাজির হন নায়িকা। এ সময় পালকি থেকে পূজাকে হাত ধরে নামান চঞ্চল ও নিশো।

এদিন পূজা চেরী খয়েরি রঙয়ের শাড়ি পরে এসেছিলেন। পালকি থেকে নেমে হাসিমুখে তিনি জানালেন, অনেক কথা সাজিয়ে এসেছিলেন বলার জন্য, কিন্তু অনুষ্ঠানের মঞ্চে উঠে সব গুলিয়ে ফেলেছেন। এ সময় পূজা জানান, দম সিনেমায় অডিশন দিয়েই চূড়ান্ত হয়েছেন তিনি।

পূজা বলেন, ‘দম সিনেমার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ আমাকে এই সিনেমায় যুক্ত করার জন্য। এই সিনেমার চরিত্রটির জন্য আমাকে অডিশন দিতে হয়েছে। এরপর আমাকে চূড়ান্ত করা হয়েছে। এর আগে ছোটবেলায় চঞ্চল দাদার সঙ্গে কাজ করলেও, নিশো ভাইয়ের সঙ্গে প্রথম কাজ করা হবে। আশা করছি সবাই মিলে ভালো একটি কাজ উপহার দিতে পারব।’
সত্য ঘটনার অনুপ্রেরণায় সারভাইভাল এর গল্প নিয়ে নির্মিত হবে সিনেমা ‘দম’। বছর দুই আগে প্রকাশিত পোস্টারে দেখা গিয়েছিল, চারপাশে পাহাড়বেষ্টিত মরুভূমিতে একটি গাধার সামনে হাঁটু গেড়ে বসে আছে এক ছেলে। তার চোখ বাঁধা। সিনেপ্রেমীদের ধারণা, উন্নত জীবনের আশায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাড়ি দেওয়া মানুষের সংগ্রামের গল্প ফুটে উঠবে এ সিনেমায়।

প্রযোজনা সংস্থা এসভিএফ, আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি যৌথভাবে এই সিনেমাটি নির্মাণ করছে। সুড়ঙ্গ, দাগি ও তুফানের মতো সিনেমাগুলো এই তিন প্রতিষ্ঠান মিলেই বানিয়েছে।
সৌদি আরব, জর্ডান এবং কাজাখাস্তানে ‘দম’
গত সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে দম-এর শুটিং। বাংলাদেশে ছাড়াও সৌদি আরব, জর্ডান এবং কাজাখাস্তানের নানা লোকেশনে চলছে দৃশ্যধারণ। নির্মাতা কিছু দিন আগে নিজের সামাজিকমাধ্যমে কিছু ছবি পোস্ট করে লিখেছিলেন—‘দম এর দম পরীক্ষা’।

রেদওয়ান রনির এটি তৃতীয় চলচ্চিত্র। তার প্রথম সিনেমা ‘চোরাবালি’ যা দিয়ে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। এরপর নির্মাণ করেন ‘আইসক্রিম’। অবশেষে প্রায় ১০ বছর পর আবারো ফিরলেন বড়পর্দায়। দর্শকরা বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে তিন তারকা অর্থাৎ রেদওয়ান রনি, চঞ্চল চৌধুরী ও আফরান নিশো ম্যাজিক দেখার।