পাকিস্তান ও বেলুচিস্তানকে ভিন্ন দেশ
পাকিস্তান-বেলুচিস্তান বিতর্ক চলছে বহু দিন ধরেই। বেলুচিস্তান স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি চায়। কিন্তু পাকিস্তান সরকারের দাবি, তাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বেলুচিস্তান। এই বিতর্কের মধ্যেই সালমন খান পাকিস্তান ও বেলুচিস্তানকে ভিন্ন দেশ হিসেব উল্লেখ করে বসলেন। সালমান কি ভুল করে এমন মন্তব্য করলেন, না কি এর পিছনে রয়েছে কোনও ইঙ্গিত?
সম্প্রতি সৌদি আরবের রিয়াধে অনুষ্ঠান করতে গিয়েছিলেন সালমন। সেখানে ভারতীয় ছবির উন্নতি নিয়ে কথা বলছিলেন তিনি। তখনই বেলুচিস্তানকে ভিন্ন দেশ হিসেবে উল্লেখ করে বসেন ভাইজান। সালমন বলেছিলেন, “হিন্দি ছবি তৈরি করে সৌদি আরবে মুক্তি দিলে সেটা সফল হবেই হবে।
এমনকি, তামিল, তেলুগু, মালয়ালি ছবিও এখানে মুক্তি পেলে একশো কোটি টাকার ব্যবসা তো করবেই। কারণ, ভিন্ন ভিন্ন দেশ থেকে মানুষ এখানে এসে থাকেন। যেমন বেলুচিস্তানের মানুষ থাকেন, আফগানিস্তানের মানুষ থাকেন, পাকিস্তানের মানুষ থাকেন। সকল দেশের মানুষ এখানে কাজ করছেন।”
এই মন্তব্য ভাইরাল হতেই প্রশ্ন উঠছে, সালমন কি জেনেবুঝে এই মন্তব্য করলেন? না কি তার মুখ ফস্কে বেরিয়ে গিয়েছে এই মন্তব্য? এক নেটিজেন লিখেছেন, “জানি না, মুখ ফস্কে এমন বলেছেন কি না। তবে জেনেবুঝে বললে খুব ভাল করেছেন।” আর এক নেটিজেন লিখেছেন, “এত রাজনৈতিক ভাবে ভাবার কিছু হয়নি। নিশ্চয়ই নতুন কোনও ছবিতে এমন কিছু বিষয় রয়েছে, তারই ইঙ্গিত দিলেন সালমন।” তবে এক ক্ষুব্ধ নেটিজেন লিখেছেন, “বলিউড তারকারা কী বললেন, তাতে কী বা যায় আসে। পহেলগাঁও কাণ্ডের পরে এঁরা সবাই চুপ করে ছিলেন।”
খবর: আনন্দবাজার পত্রিকা