মাহির স্বামীর সঙ্গে ছবি পোস্টে চমক: বিচ্ছেদের পর নতুন রহস্যে
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি আবারও আলোচনায় এসেছেন তাঁর ব্যক্তিগত জীবনের একটি নতুন অধ্যায় নিয়ে। সম্প্রতি মাহি-রাকিবের ছবি পোস্ট নিয়ে নতুন রহস্যে তৈরি হয়েছে । ছবির ক্যাপশনে মাহি লিখেছেন শুধু একটি শব্দ ‘মাশআল্লাহ’ সঙ্গে একটি ভালোবাসার ইমোজি। এই পোস্টের কিছুক্ষণ আগেই একই ছবি রাকিব সরকারও নিজের টাইমলাইনে প্রকাশ করেন।

দু’জনের কাছাকাছি সময়ে একই ছবি পোস্ট করা নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। অনেকেই ভাবছেন, তবে কি বিচ্ছেদের পর আবারও একসঙ্গে হচ্ছেন মাহি ও রাকিব? সোশ্যাল মিডিয়ায় ভক্তরা ভালোবাসা ও শুভকামনার মন্তব্যে ভরিয়ে দিয়েছেন পোস্টগুলো। কেউ লিখেছেন, “আবার সব আগের মতো হয়ে যাক,” আবার কেউ দিয়েছেন হৃদয় ইমোজি ও অভিনন্দন বার্তা।

তবে এই রহস্যময় পোস্ট নিয়ে এখনো মুখ খোলেননি মাহি বা রাকিব কেউই। ফলে জল্পনা আরও ঘনীভূত হচ্ছে। বিশেষ করে তাদের অতীত সম্পর্কের পরিপ্রেক্ষিতে বিষয়টি ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।
২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি, মাহি একটি ফেসবুক লাইভে এসে চোখের জলে ঘোষণা দেন, তিনি রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদ করেছেন। সেই ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং সমালোচনার ঝড় তোলে। কিছুদিন পর রাকিবও সেই বিচ্ছেদের সত্যতা স্বীকার করেন। এরপর থেকে মাহি ব্যক্তিগত জীবন নিয়ে অনেকটাই নীরব ছিলেন।

সম্প্রতি জানা গেছে, মাহিয়া মাহি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং অনেকের ধারণা তিনি সেখানেই কিছুদিন থাকতে চাইছেন। তবে তাঁর নতুন পোস্ট দেখে অনেকে মনে করছেন, হয়তো সম্পর্কের বরফ গলছে ধীরে ধীরে।
এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হলো, মাহিয়া মাহির ব্যক্তিগত জীবন যেমন রঙিন, তেমনি তাঁর প্রতিটি পদক্ষেপই দর্শকদের কাছে আগ্রহের কেন্দ্রবিন্দু।