Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, অক্টোবর ৬, ২০২৫

প্রথমবারের মতো মিস ইউনিভার্সে আরব আমিরাতের সুন্দরী  

প্রথমবারের মতো মিস ইউনিভার্সে আরব আমিরাতের সুন্দরী

২৬ বছর বয়সী মরিয়ম মোহামেদ

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রথমবারের মতো সরাসরি অংশ নিতে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) এক নারী। আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। আগামী নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭৪তম ‘মিস ইউনিভার্স’ আসর। ২৬ বছর বয়সী মরিয়ম মোহামেদ সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিত্ব করবেন সেখানে।

প্রতিবেদনে বলা হয়েছে, মরিয়মকে ‘মিস ইউনিভার্স ইউএই’ হিসেবে ঘোষণা করা হয়। আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের পাক ক্রেত শহরে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় বিশ্বের ১৩০টি দেশের প্রতিযোগীরা অংশ নেবেন।  

এই নিয়ে মরিয়ম বলেন, ‘এই খেতাব অর্জন আমার জন্য ভাষায় প্রকাশের অতীত এক সম্মান। এটি শুধু আমার নয়- এটি প্রতিটি স্বপ্নবাজ মানুষের প্রতিচ্ছবি, যারা আমিরাতকে নিজের ঘর মনে করে।’ তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত আমাকে বড় স্বপ্ন দেখার সাহস দিয়েছে।

আমি এমন নারীদের কণ্ঠস্বর হতে চাই, যারা উচ্চাকাঙ্ক্ষী, কৌতূহলী এবং আত্মপ্রত্যয়ে ভরপুর। মিস ইউনিভার্স ইউএই শুধু সৌন্দর্যের প্রতিযোগিতা নয়, এটি প্রভাব সৃষ্টির একটি প্ল্যাটফর্ম।

মরিয়ম প্রথম আমিরাতি নারী হিসেবে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিলেও সংযুক্ত আরব আমিরাতের হয়ে এর আগে অংশ নিয়েছিলেন অ্যামিলিয়া ডোব্রেভা। তবে জন্মসূত্রে তিনি আমিরাতের নন, তার জন্ম কসোভোতে।

দীর্ঘদিন দুবাইয়ে বসবাসের সূত্রে সংযুক্ত আরব আমিরাতের হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন এই মডেল।

শিক্ষা, শিল্পে মরিয়ম মোহামেদ

মরিয়ম মোহামেদ সিডনি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি “ইএসএমওডি (ESMOD) দুবাই”-তে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করছেন। মরিয়ম শিক্ষা, শিল্প এবং অ্যাডভোকেসির মধ্যে এক ধরনের সেতুবন্ধন স্থাপন করতে চান। তার লক্ষ্য হল দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা, নারীর ক্ষমতায়ন করা এবং ভালোবাসা ও শান্তির মাধ্যমে সম্প্রীতি গড়ে তোলা। তিনি টেকসই ফ্যাশন ডিজাইন করছেন। রমজান আমান এবং দ্য গিভিং ফ্যামিলি ইনিশিয়েটিভের মতো দাতব্য উদ্যোগেও অংশগ্রহণ করেছেন এবং আন্তর্জাতিক নারী উদ্যোক্তা কর্মসূচিতে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিত্ব করেছেন।

আগামী নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ৭৪তম ‘মিস ইউনিভার্স’ আসরে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করবেন দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বক্স অফিস মাতাচ্ছে ‘কানতারা,ভারত মাতাচ্ছে রুক্মিণী   

তরুণী অভিনেত্রী রুক্মিণী দক্ষিণী সিনেমার অন্যতম আলোচিত সিনেমা ‘কানতারা: চ্যাপ্টার ১’ । প্রথম কিস্তিতে রীতিমতো…
বক্স অফিস মাতাচ্ছে ‘কানতারা, ভারত মাতাচ্ছে রুক্মিণী

অবশেষে জানা গেল জেমসের মাথায় গামছা পড়ার কাহিনী

জেমসের মাথায় গামছা পড়ার রহস্য বাংলা রক সংগীতের কিংবদন্তী শিল্পী জেমসের অনেক বিষয়ই এখনো অজানা শ্রোতাদের কাছে।…
জেমসের মাথায় গামছা পড়ার রহস্য

৫০ মাসের কারাদণ্ড পেলেন র‍্যাপার শন ‘ডিডি’ কম্বস

যৌন ব্যবসায় প্ররোচিত করার অভিযোগে সংগীত জগতে সফল ক্যারিয়ার থাকা সত্ত্বেও ভয়ংকর অপরাধের দায় এড়াতে পারলেন না…
৫০ মাসের কারাদণ্ড পেলেন র‍্যাপার শন ‘ডিডি’ কম্বস
0
Share