Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫

নওশীনের বিশেষ শ্রদ্ধা

নওশীনের বিশেষ শ্রদ্ধা
তিন্নির ভিতরে সহজাত কিছু ট্যালেন্ট আছে : নওশীন

নওশীনের বিশেষ শ্রদ্ধা : হিল্লোলের সাবেক স্ত্রী তিন্নিকে সম্মান

প্রায় আড়াই বছর পর দেশে ফিরেছেন উপস্থাপিকা ও অভিনয়শিল্পী নওশীন নাহরিন মৌ। আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবের সাথে সময় কাটিয়েই ব্যস্ত দিন পার করছেন এই অভিনেত্রী। এরইমধ্যে দেশের এক গণমাধ্যমে ইন্টারভিউও দিয়েছেন । সেখানে নিজের বর্তমান ব্যস্ততা, কাজ ও সংসার জীবন ছাড়াও কথা বলেছেন বেশকিছু সহশিল্পীকে নিয়েও। যার মধ্যে অন্যতম ছিলেন নওশীনের বর্তমান স্বামী হিল্লোলের প্রাক্তন স্ত্রী অভিনেত্রী তিন্নির কথাও। নওশীনের বিশেষ শ্রদ্ধা হিল্লোলের সাবেক স্ত্রী তিন্নির প্রতি। সামাজিক ও সাংস্কৃতিক পরিপ্রেক্ষিতে এই সম্মান প্রমাণ করে পারস্পরিক কৃতজ্ঞতা ও সম্পর্কের মর্যাদা। জানুন বিস্তারিত ও ঘটনার পেছনের কারণ।

নওশীনের বিশেষ শ্রদ্ধা
হিল্লোল – নওশীন সাবেক স্ত্রী তিন্নি

দেশের শোবিজ অঙ্গনে আলোচিত সেলিব্রেটি জুটির মধ্যে ব্যাপক আলোচনায় ছিলো অভিনেতা আদনান ফারুক হিল্লোল ও অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি। এই দম্পতির বিয়ের তিন বছরের মাথায় ভেঙে যায় সংসার। এরপরই শোবিজের আরেক অভিনেত্রী নওশীনকে বিয়ে করেন হিল্লোল।

নওশীনের বিশেষ শ্রদ্ধা
নওশীন

তবে বিচ্ছেদের পরও তিন্নির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন হিল্লোল। তবে শুধু হিল্লোলই নন, তার বর্তমান স্ত্রী নওশীনের সঙ্গেও ভালো সম্পর্ক ও যোগাযোগ রয়েছে তিন্নির। সাক্ষাৎকারে সে কথাই জানালেন নওশীন।

তিন্নির প্রসঙ্গে নওশীন বলেন, ‘তিন্নির ভিতরে সহজাত কিছু ট্যালেন্ট আছে।

এখনও আপনি যদি ওকে ক্যামেরার সামনে দাঁড় করান, আমি সিওর যে ও ঠিক ওরকম গ্রেসফুলি অ্যাক্টিং করবে। ওরকমই ওকে সুন্দর লাগবে দেখতে। স্ক্রিনের সামনে। কারণ ও আসলেই ট্যালেন্টেড একটা মানুষ। ও স্ক্রিনে গেলেই তো স্ক্রিনটা একটা ডিফারেন্ট হয়ে যাওয়ার মতো একটা আর্টিস্ট ছিল।

হিল্লোলের সাবেক স্ত্রী তিন্নি

এরকম কিন্তু আমাদের অনেক আর্টিস্ট আছে। উনারা কেউই কিন্তু থিয়েটার করে নাই, থিয়েটার থেকে আসে নাই। আবার আমিও জীবনে থিয়েটার করি নাই। আমি নিজেকে কখনোই ওরকম ভালো অভিনেত্রী বলে মনে করি না। আমি এভারেজ, যা করসি করে গেছি।’

‘ও মাই গড’

তিন্নির সঙ্গে যোগাযোগ আছে জানিয়ে নওশীন বলেন, ‘তিন্নির সঙ্গে প্রয়োজন পড়লে ফোনে কথা হয়। সম্পর্কগুলো হয়তো মানুষের চোখে খুব স্বাভাবিক না। যার কারণে অনেকেই ভাবে- ‘ও মাই গড’, ওনারা মনে হয় দুজন দুজনকে দেখতেই পারে না! সহ্যই করতে পারে না। কিন্তু আসলে বিষয়টা তা না। যখন আপনার সন্তান থাকবে ইনফ্যাক্ট যদি সন্তান নাও থাকে একটা সময় এসে কারোরই ওই ধরনের গ্রাজ, ওই ধরনের অন্য কিছু থাকে না।

নওশীনের বিশেষ শ্রদ্ধা

আমার কথায়, জিনিসগুলোকে নরমাল করতে পারলে নরমাল জিনিসগুলাকে এবনরমাল করতে পারলে সম্পর্কগুলো অনেক বিটার (তিক্ত) হতে থাকবে এবং সেই জিনিসটা কখনোই আমাদের সন্তানদের জন্য ভালো হবে না। তিন্নি আমার হাজবেন্ডের সন্তানের মা, তার প্রথম সন্তানের মা। সেই জায়গায় রেসপেক্ট সেখানে থাকবে।’

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নেপাল সরকার পতন

নেপাল সরকার পতন: আলোচনায় বলিউড তারকা বলিউডের একসময়ের শীর্ষ অভিনেত্রী মালা সিনহা। ২০ বছর রাজত্বের সাথে…
নেপাল সরকার পতন
0
Share