Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫

বেলা দের জীবনী নিয়ে ঋতুপর্ণা সেনগুপ্তর সিনেমা  

আসছে টালীউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর নতুন সিনেমা ‘বেলা’। বেলার এই বায়োপিকে ঋতুপর্ণা অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে। কিন্তু কে এই বেলা দে? তিনি আকাশবাণী কলকাতার বিশিষ্ট সঞ্চালিকা, নির্দেশক ও লেখিকা। বাঙালি নারীদের স্বাধীনতা আর স্বীকৃতির জন্য যারা লড়াই করেছেন, তাদের মধ্যে একেবারে প্রথম সারির মুখ বেলা দে। যার জন্য হাজারো নারীর অনুপ্রেরণা তিনি।

‘রান্নার অমনিবাস’, ‘রান্না অভিধান’, ‘হেঁশেল’, ‘সহস্র এক রান্না’, ‘বাঙালির রান্নাঘর’, ‘টিফিনের টুকিটাকি’ সহ রান্না বিষয়ে অনেক বই লিখেছেন বেলা দে। সেসব বই আজও ভীষণ জনপ্রিয়। আকাশবাণী কলকাতায় ‘মহিলা মহল’ নামে জনপ্রিয় একটি শোর সঞ্চালক ও নির্দেশক ছিলেন তিনি। পঞ্চাশের দশকে জনপ্রিয়তা পাওয়া এই শো এখনো প্রচারিত হয় আকাশবাণীতে। এ অনুষ্ঠানের মাধ্যমে হাজারো নারীর অনুপ্রেরণার নাম হয়ে উঠেছিলেন বেলা। সেই বেলা দের গল্প নিয়েই তৈরি হচ্ছে সিনেমা।  

বেলা সিনেমাটি নির্মাণ করছেন অনিলাভ চট্টোপাধ্যায়। এটি তার প্রথম সিনেমা। কেন এমন একটা গল্প বেছে নিলেন তিনি, এ প্রসঙ্গে অনিলাভ বলেন, ‘অসাধারণ এক জীবন বেলা দের। অনবদ্য তার উত্তরণ, কামব্যাকের লড়াই। আজকের এই সময়েও এই লড়াই অনুপ্রাণিত করবে প্রতিটা বাঙালি মেয়েকে। এটা কিন্তু শুধুই সিনেমা নয়, একটা সময়ের দলিল। রান্না দিয়ে মানুষের মন জিতে নেওয়া যায়, নিজের ভাগ্য নিজেই তৈরি করে নেওয়া যায়, সেটা প্রথম শিখিয়েছিলেন বেলা দে। তার গল্প নিয়ে সিনেমা তৈরির কথা যখনই ভেবেছি, প্রথমেই ঋতুপর্ণা সেনগুপ্তর কথাই মাথায় এসেছে। কারণ, আমার মনে হয়েছে, এ চরিত্রের জন্য ঋতুপর্ণাই একদম ঠিকঠাক।‘

বেলা সিনেমাটি তৈরি হয়েছে গ্রে মাইন্ড কমিউনিকেশনের ব্যানারে । এরই মধ্যে প্রকাশ পেয়েছে ট্রেলার। তাতে বেলা চরিত্রে প্রশংসিত হচ্ছে ঋতুপর্ণার অভিনয়। সিনেমাটি নিয়ে ঋতুপর্ণা বলেন, ‘বেলা দে সেই সময় একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছিলেন। অনিলাভ যে এমন একজন মানুষকে নিয়ে সিনেমা করার কথা ভেবেছে, সেটা আমাদের কাছে বড় পাওয়া। বেলা দে অনেক নারীকে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে শিখেয়েছিলেন নিজের কথা দিয়ে, কাজ দিয়ে। আমি ভীষণ আপ্লুত বেলা দের চরিত্রে অভিনয় করতে পেরে।‘  

বেলা সিনেমায় আরও অভিনয় করেছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, ভদ্রা বসু, ভাস্বর চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু প্রমুখ। গান গেয়েছেন অরিজিৎ সিং, সোমলতা আচার্য ও ইপ্সিতা মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গের সিনেমা হলে ২৯ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেয়েদের ট্রায়াল রুমে সিসি ক্যামেরা, ইরফান সাজ্জাদের ক্ষোভ

অভিনেতা ইরফান সাজ্জাদ অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সক্রিয়। এবার একটি ভিডিও প্রকাশ করে নিজের খারাপ…

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এখন ডক্টর

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা সফলতার সাথে শেষ করলেন নতুন এক অধ্যায়। সোমবার মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি…

জমজমাট থ্রিলার সিরিজ নিয়ে ওটিটিতে ফিরলেন নিশো  

২০২২ এর পর আবারও ওয়েব সিরিজে ফিরেছেন আফরান নিশো। ভিকি জাহেদের পরিচালনায় তার নতুন ওয়েব সিরিজের নাম ‘আকা’।…

ছাত্রদের নগ্ন ভিডিও করে রাখতেন তৌহিদ আফ্রিদি

গত বছরের ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী…
0
Share