Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫

‘জলি এলএলবি থ্রি’র টিজার 

‘জলি এলএলবি থ্রি’র টিজার 

‘জলি এলএলবি থ্রি’র টিজার : দর্শকদের জন্য আসছে নতুন চমক

আসছে বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি কোর্ট রুম ড্রামা চলচ্চিত্র ‘জলি এলএলবি’-এর তৃতীয় কিস্তি। প্রকাশিত হলো ‘জলি এলএলবি থ্রি’র টিজার । হাস্যরস ও কোর্টরুম ড্রামার মিশেলে তৈরি এই ছবিতে থাকছে চমক ও বিনোদন। ভক্তদের জন্য এটি এক বহুল প্রতীক্ষিত সিনেমার আভাস। মুক্তি পাওয়া গত দুটি কিস্তিই হয়েছে সুপারহিট। সিনেমার প্রথমটি করেছিলেন আরশাদ ওয়ার্সি এবং দ্বিতীয় কিস্তিতে ছিলেন অক্ষয় কুমার। এবার তৃতীয় কিস্তিতে থাকছেন উভয়েই।

দীর্ঘদিন ধরেই ভক্তরা অপেক্ষা করছিলেন তৃতীয় সিনেমার। অবশেষে প্রকাশ হলো এর টিজার। ‘জলি এলএলবি ৩’-এর দেড় মিনিটের টিজারে মেয়রুটের অ্যাডভোকেট জগদীশ ত্যাগী, অর্থাৎ জলি (আরশাদ) এবং কানপুরের জগদীশ্বর মিশরা অর্থাৎ দ্বিতীয় জলির (অক্ষয়) দেখা মিলেছে।

‘জলি এলএলবি থ্রি’র টিজার 

সঙ্গে দেখা যায় সৌরভ শুক্লা অভিনীত বিচারপতির চরিত্রটিও যা প্রথম দুই কিস্তিতেই ছিল। আবারও সেই কোর্টরুম ড্রামায় হাস্যরসে ভরপুর রোমাঞ্চকর কোনো এক মামলা নিয়ে লড়বেন দুই জলি।  

‘জলি এলএলবি থ্রি’র টিজার 

এবার দুই জলিকে মুখোমুখি হতে দেখে ভক্তরা উচ্ছ্বসিত হয়েছেন। একজন ইউটিউবে মন্তব্য করেছেন, ‘এটি হেরা ফেরি, খাট্টা মিঠা, দে দানা দান’র মতোই এপিক হতে চলেছে।

টিজারটি প্রকাশের পর অভিনেত্রী ভূমি পেডনেকার ইনস্টাগ্রামে মন্তব্য করেছেন, ‘খুবই ভালো। অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং হাততালির ইমোজি দিয়েছেন।

বোঝাই যাচ্ছে, জলি এলএলবি নিয়ে শুধু দর্শকরাই নয়, অপেক্ষায় ছিলেন তারকারাও। অবশেষে অপেক্ষার পালা শেষ হতে চলেছে। সেপ্টেম্বরেই মুক্তি পাবে সিনেমাটি।

আগামী ১৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘জলি এলএলবি ৩’। গতবছর সিনেমাটির শুটিং চলাকালীন আইনি বিপাকে পড়তে হয়েছিল অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি-সহ প্রযোজক-পরিচালকদের। আজমেঢ় আদালতের দ্বারস্থ হন সেখানকার ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চন্দ্রভান সিং রাঠোর। তিনি অভিযোগ তুলেছিলেন, এই সিনেমায় বিচারপতি এবং আইনজীবীদের খুবই খাটো করে দেখানো হয়েছে। তাই শুটিং বন্ধের অনুরোধ জানিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। কেন এভাবে বিচার ব্যবস্থা নিয়ে হাসিঠাট্টা করা হবে? সেই কৈফিয়তও চেয়েছিলেন। তবে সেইসব বিতর্ক কাটিয়ে মুক্তি পেল সিনেমার প্রথম ঝলক। আর তাতেই সিনেমাটি দেখার আগ্রহ দ্বিগুণ বেড়ে গেছে দর্শকদের মধ্যে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

ব্রেন টিউমারে আক্রান্ত দেশের এক সময়ের জনপ্রিয় অভিনেতা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন…

আপন ভাইয়ের সাথে ছবি দিয়ে বিপদে কেয়া পায়েল    

বিপাকে পড়েছেন কেয়া পায়েল দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ…
আপন ভাইয়ের সাথে ছবি দিয়ে বিপদে কেয়া পায়েল
0
Share