বলিউড এবং দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা অভিনেত্রী তামান্না ভাটিয়া। বলিউড কিংবা দক্ষিণের বিশেষ কোন আইটেম গানের কথা উঠলেই সবার আগে তামান্নার কথাই মাথায় আসে নির্মাতাদের। তবে এতো খ্যাতির সাথে রয়েছে বিড়ম্বনাও। নানা গুজব আর কানাঘুষায় বেশ বিদ্ধ এই নায়িকা।
প্রায় সময়ই প্রেমের গুঞ্জনে শিরোনামে থাকেন এ অভিনেত্রী। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি এবং পাকিস্তানি ক্রিকেটার আব্দুল রাজ্জাকের সঙ্গে তার নাম জড়িয়ে যাওয়া। দুজনের সঙ্গে তামান্নার প্রেমের গুঞ্জন উথেছিলো বেশ শক্তভাবেই।
অবশেষে ‘বাহুবলী’খ্যাত অভিনেত্রী গুজবকে মিথ্যা প্রমাণ করে স্পষ্ট উত্তর দিলেন সবকিছুর।
বিরাট কোহলির সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে ‘দ্য লাল্লনটপ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না সাফ জানিয়ে দেন, ‘আমার খুব খারাপ লাগে, কারণ আমি ওকে সত্যিই মাত্র এক দিনের জন্য কাছ থেকে দেখেছিলাম। শুটিংয়ের পর আর কোনো দিন বিরাটের সঙ্গে আমার দেখা হয়নি। না আমি ওর সাথে কোনো দিন কথা বলেছি, না কোনো দিন দেখা করেছি।
আব্দুল রাজ্জাকের সঙ্গে গোপনে বিয়ের গুজব নিয়েও মুখ খোলেন তামান্না। এই গুজবের সূত্রপাত হয়েছিল তখন, যখন দুজনকে একসঙ্গে একটি জুয়েলারি শোরুমে দেখা যায়। তামান্না হেসে বলেন, ‘ইন্টারনেট সত্যিই মজার জায়গা। ইন্টারনেটের ভাষায় আমি নাকি অল্প সময়ের জন্য আব্দুল রাজ্জাকের সঙ্গে বিয়ে পর্যন্ত সেরে ফেলেছিলাম!’
অভিনেত্রী মজা করে আরো বলেন, ‘স্যরি স্যার (আব্দুল রাজ্জাক), আপনার তো দু-তিনজন সন্তান আছে, আমি আপনার জীবনের কিছুই জানি না!’
এই অভিনেত্রী স্বীকার করেন, এ ধরনের গুজব সামলানো বেশ বিব্রতকর ছিল। তিনি বলেন, ‘এটা খুবই বিব্রতকর ছিল। যখন কারো সঙ্গে বিন্দুমাত্র সম্পর্ক নেই, তবুও মানুষ গুজব তৈরি করে, তখন সত্যিই খুব অস্বস্তি লাগে। তবে কিছুই করার থাকে না। মেনে নিতে হয় যে এসব গুজব বন্ধ করা সম্ভব নয়। মানুষ যা খুশি ভাববে। সবার মন নিয়ন্ত্রণ করা যায় না।’
শোনা যায়, তার শেষ সম্পর্ক ছিল অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে। নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিজ ২’-এর শুটিং সেটে তাদের মধ্যে ঘনিষ্ঠতা শুরু হয়। ২০২৩ সালে অ্যান্থলজি ফিল্মটি মুক্তির সময় তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। তবে এখন শোনা যাচ্ছে, অজানা কারণে তারা আলাদা হয়ে গেছেন।