মার্কিন অভিনেতা ম্যালকম-জামাল ওয়ার্নার মারা গেছেন। কোস্টারিকায় অবকাশে গিয়ে সাঁতার কাটার সময় স্রোতে ভেসে প্রাণ হারান এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। ‘দ্য কসবি শো’-তে থিওডোর হাক্সটেবল চরিত্রে অভিনয় করে ছোটবেলাতেই খ্যাতি অর্জন করেছিলেন ওয়ার্নার।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) বরাতে জানা যায়, পরিবার নিয়ে কোস্টারিকায় ছুটি কাটাতে গিয়ে সমুদ্রে ডুবে মারা যান ওয়ার্নার। স্থানীয় সময় গত রোববার বেলা আড়াইটার দিকে ক্যারিবীয় উপকূলের লিমোন প্রদেশের কাহুইতা শহরের কাছে প্লায়া গ্রান্দে সমুদ্রসৈকতে সাঁতার কাটছিলেন তিনি। সে সময় হঠাৎ প্রবল স্রোতে গভীর সমুদ্রের দিকে ভেসে যান এই অভিনেতা।

ঘটনাস্থলে থাকা লোকজন তাঁকে উদ্ধার করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত কোস্টারিকার রেড ক্রসের সদস্যরা এসে মৃত ঘোষণা করেন। দেশটির তদন্ত বিভাগ সোমবার এ তথ্য জানিয়েছে।
নিউ জার্সির বাসিন্দা ওয়ার্নার মাত্র ৯ বছর বয়সে অভিনয় শুরু করেন। সে সময় জনপ্রিয় টিভি শো ‘ফেম’-এ অভিনয় করেছিলেন তিনি। কৈশোরে তিনি সুযোগ পান ‘দ্য কসবি শো’-তে হিথক্লিফ ও ক্লেয়ার হাক্সটেবলের একমাত্র ছেলে থিও’র চরিত্রে। সিরিজটি ১৯৮৪ থেকে ১৯৯২ সাল পর্যন্ত সম্প্রচারিত হয় এবং ব্যাপক জনপ্রিয়তা পায়।
ওয়ার্নারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিল কসবি বলেন, ‘খবরটা শুনে আমি বাক্রুদ্ধ হয়ে গিয়েছিলাম। প্রথমেই আমার মনে পড়ল তাঁর মায়ের কথা—যিনি তাঁর জন্য কত কষ্ট করেছেন, অসাধারণভাবে তাঁকে বড় করেছেন।’
‘দ্য কসবি শো’ নিয়ে গর্ব ছিল ওয়ার্নারের। একাধিক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘যখন শোটা প্রথম প্রচারিত হয় তখন অনেকে বলত, এটা পুরোপুরি কাল্পনিক শো। বাস্তবে কৃষ্ণাঙ্গরা এমনভাবে থাকে না। অথচ আমরা হাজারে হাজারে চিঠি পেতাম—মানুষ বলত, এই শোর জন্য ধন্যবাদ।’
‘দ্য কসবি শো’ -তে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য ১৯৮৬ সালে প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিলেন ওয়ার্নার।
 
			 
						 
			 
				 
				 
				