রূপ আর গুণের সাথে বলিউড ‘কুইন’ আলিয়া ভাট পরিপূর্ণ দয়া-মায়ায়ও। অনেক বড় হয়ে উঠা এবং সাফল্যের চূড়ায় পৌঁছালেও ভুলে যাননি তার জন্য যারা অনবরত কাজ করে যাচ্ছেন তাদের।
আলিয়া ভাটের উত্থানের সাক্ষী যারা সেই মানুষগুলোকেই এবার মাথা গোঁজার ঠাই করে দিলেন অভিনেত্রী, দিলেন বাড়ি কেনার জন্য রুপি উপহার!
জানা গেল, গাড়ির চালক এবং এক গৃহকর্মীকে ৫০ লাখ করে ১ কোটি রুপি উপহার দিয়েছেন, জুহু এবং খর এলাকায় বাড়ি কেনার জন্য। এর আগেও ২০১৯ সালে নাকি ওই দুই পরিচারক সুনীল, অমোলকে আর্থিক সাহায্য করেছিলেন আলিয়া ভাট।
প্রসঙ্গত, ‘জিকিউ ইন্ডিয়া’ হিসাব কষে দেখেছে কাপুরদের মধ্যে বউমা আলিয়াই সব থেকে ধনী। আলীয়ার মোট সম্পত্তির পরিমাণ ৫৫০ কোটি।
অন্যদিকে ৪৮৫ কোটির মালকিন হিসেবে তার পরেই তালিকায় নাম রয়েছে কারিনা কাপুরের। আর রণবীর কাপুরের মোট সম্পত্তির পরিমাণ ৩৪৫ কোটি। বাকিরা অনেকটাই পিছিয়ে তাদের থেকে।
উল্লেখ্য, বলিউডের সবথেকে ‘দামি নায়িকা’র তালিকাতেও আলিয়া ভাট বর্তমানে তৃতীয় স্থানে। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের পর তার অবস্থান।