বেশ কিছুদিন আগে অনুষ্ঠিত হয়েছে প্রতিভা খোঁজা প্রতিযোগিতা ‘দীপ্ত স্টার হান্ট’। অনুষ্ঠানটির গ্র্যান্ড ফিনালেতে ঘোষণা এসেছিল, বিজয়ীরা দুই বছরের চুক্তিতে দীপ্ত টিভি প্রযোজিত ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ও টেলিভিশন ধারাবাহিক নাটকে কাজ করার সুযোগ পাবেন। সে সূত্রে এবার স্টার হান্ট বিজয়ীরা তাদের প্রথম মেগাসিরিজ ‘খুশবু’তে অভিনয় করতে চলেছেন। এটি পরিচালনা করছেন ‘মাশরাফি জুনিয়র’খ্যাত নির্মাতা সাজ্জাদ সুমন।
ইতিমধ্যে আউটডোরে নাটকটির শুটিংও শুরু হয়েছে। প্রথমবারের মতো আয়োজিত দীপ্ত স্টার হান্টের চ্যাম্পিয়ন মিষ্টি ঘোষ ও সাকিব হোসাইন ছাড়াও এতে অভিনয়ের সুযোগ পাচ্ছেন টপ পারফরমার শেখ ফারিয়া হোসেন, সায়র নিয়োগী ও মারিয়া মৌ।
দীপ্ত স্টার হান্ট বিজয়ীরা ছাড়াও খুশবু মেগাসিরিজে রয়েছেন দেশের জনপ্রিয় অভিনয়শিল্পীরাও। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষার মতো গুণী অভিনয়শিল্পীরা। তাছাড়া একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন সামিরা খান মাহি।
গার্মেন্টস শিল্পের ভেতর ও বাইরের নানা দিক, শ্রমিক ও মালিকপক্ষের বিভিন্ন চড়াই-উৎরাইয়ের মাধ্যমে এগিয়েছে খুশবু’র গল্প। এর সাথে যুক্ত হয়েছে এই শিল্পের শ্রমিকদের আশা-নিরাশা, স্বপ্ন-সাধের কোমল ও কঠোর জীবনযাপন। আহমেদ খান হীরকের গল্পে এই মেগা সিরিজটির চিত্রনাট্য লিখেছেন আসফিদুল হক। সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান। কাজী মিডিয়ার প্রযোজনায় সিরিজটির লাইন প্রডিউসার হিসেবে আছেন সাইফুর রহমান সুজন।
জানা যায়, খুব শিগগিরই দীপ্ত টিভিতে প্রচার হবে খুশবু। একইসঙ্গে এটি ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে এবং দীপ্ত ইউটিউব চ্যানেলেও দেখা যাবে।