কলকাতার ধারাবাহিক থেকে ঢাকাই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে ইধিকা পালের। শাকিব খানের ‘প্রিয়তমা’ হয়ে বাজিমাত করেন তিনি। এক সিনেমাতেই যেন বদলে যায় তার ক্যারিয়ার। এরপর টালীউডেও তাঁর অভিষেক ঘটে দেবের সঙ্গে।
‘খাদান’, ‘রঘু ডাকাত’ দুই সিনেমাই সফল হয় এবং ইধিকা হয়ে পড়েন আরো ব্যস্ত। একের পর এক সিনেমার ডাক পাচ্ছেন। এর মধ্যে এল নতুন সিনেমার খবর, আবারও দেবের নায়িকা হচ্ছেন তিনি। অনেক দিন ধরেই ‘প্রজাপতি ২’ ছবির নায়িকা নিয়ে চলছিল নানা গুঞ্জন।
কখনো ঢাকার তাসনিয়া ফারিণের নাম শোনা গেছে, আবার কখনো কলকাতার কারো। এরপর আসে ঘোষণা, ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে ছোট পর্দা অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডুকে।
প্রধান চরিত্রে জ্যোতির্ময়ী অভিনয় করলেও বহুদিন ধরেই ‘সেকেন্ড ফিমেল লিড’ চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে বেশ চিন্তায় ছিলেন পরিচালক। অবশেষে জানা গেল, আবার দেবের সঙ্গে এক পর্দায় থাকছেন ইধিকাও।
এ ছাড়া অভিজিৎ সেনের পরিচালনায় ছবিটিতে অনির্বাণ চক্রবর্তীকেও দেখা যাবে বলে খবর। ইতিমধ্যে লন্ডনে শুরু হয়েছে ছবিটির শুটিং।