ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কাকর এখন পরিচিত ফাইজা নামে। অনেক আগেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আর সেটা নিয়ে গর্বের সঙ্গে বলছেন, “আমি এখন একজন মুসলমান। এটাই আমার জীবনের সবচেয়ে শান্তিপূর্ণ সিদ্ধান্ত”।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, দীপিকা ২০১৮ সালেই ইসলাম ধর্মে দীক্ষিত হন। ওই বছর ২২ ফেব্রুয়ারি তিনি অভিনেতা শোয়েব ইব্রাহিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের আগেই হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি, আর তখন থেকেই নিজের নতুন নাম ‘ফাইজা’ ব্যবহার করছেন। দীপিকার ভাষায়, “এই সিদ্ধান্ত ছিল পুরোপুরি আমার নিজের। ধর্ম গ্রহণের আগে আমি যথেষ্ট পড়াশোনা করেছি, ভাবনা-চিন্তা করেছি। কাউকে কষ্ট দিতে নয়, বরং ইসলামিক জীবনবোধ ও শিক্ষায় অনুপ্রাণিত হয়েই আমি এই পথ বেছে নিয়েছি। আমার পরিবারও আমাকে সমর্থন করেছে।”
২০২৩ সালের এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, “আমার জীবনের কিছু অধ্যায় আমি ব্যক্তিগত রাখতে চাই। আমি এখন একান্তে থাকতে পছন্দ করি। ইসলাম গ্রহণের পর যে মানসিক প্রশান্তি ও স্থিরতা পেয়েছি, সেটা ভাষায় প্রকাশ করার মতো না।”
তবে কিছু ভক্ত মনে করেন, শোয়েব ইব্রাহিমের সঙ্গে সম্পর্কের কারণেই দীপিকা ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেন। যদিও দীপিকা বারবার স্পষ্ট করে বলেছেন, এটা একান্তই তার নিজস্ব এবং স্বাধীন সিদ্ধান্ত ছিল।
দীপিকা কাকর ‘শশুরাল সিমর কা’ সিরিয়ালে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা লাভ করেন। পাশাপাশি তিনি ‘বিগ বস ১২’-এর বিজয়ী হিসেবেও পরিচিত।