ভারতের পাকিস্তান-ঘৃণা যেন থামছেই না। নগ্নভাবেই ঘৃণার প্রকাশ করে যাচ্ছে ভারত। এবার বলিউডের কয়েকটি জনপ্রিয় সিনেমার গানের ‘থাম্বনেইল’ থেকে সরিয়ে ফেলা হয়েছে পাকিস্তানি তারকাদের ছবি। ‘রইস’, ‘কাপুর অ্যান্ড সন্স’ এবং ‘সনম তেরি কসম’ ছবির গানের ‘থাম্বনেইল’থেকে সরিয়ে ফেলা হয়েছে পাকিস্তানী শিল্পীদের ছবি।
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে, এসব ছবির গানের ভিডিও থেকে মাহিরা খান, ফাওয়াদ খান ও মাওরা হোসেনের ছবি সরিয়ে ফেলা হয়েছে। ব্যবহারকারীরা এই পরিবর্তন প্রথমে লক্ষ করেন গান শোনার জনপ্রিয় অ্যাপ ‘উইঙ্ক মিউজিক’, ‘জিওসাওয়ান’ ও ‘স্পটিফাই’তে এমনকি ইউটিউব থেকেও সরিয়ে ফেলা হয়েছে তাদের ছবি।
বহুল আলোচিত বলিউড ছবি ‘রইস’-এ শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ছবির ‘জালিমা’ গানের ভিডিওতে দুজনকেই দেখা যেত এতোদিন। এখন সেই চিত্রে কেবল শাহরুখ খানকেই দেখা যাচ্ছে।
ফাওয়াদ খান অভিনয় করেছিলেন ‘কাপুর অ্যান্ড সন্স’ সিনেমায়। ছবিতে তার সঙ্গে ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাট। এখন গানের প্রচারচিত্রে শুধু আলিয়া ও সিদ্ধার্থই রয়েছেন, ফাওয়াদের ছবিটি সরিয়ে দেওয়া হয়েছে। মাওরা হোসেন অভিনয় করেছিলেন ২০১৬ সালের রোমান্টিক ট্র্যাজেডি ‘সনম তেরি কসম’ সিনেমায়। ছবির গানের প্রচারচিত্রে আগে তার মুখ দেখা গেলেও এখন কেবল সহ-অভিনেতা হর্ষবর্ধন রানে আছেন।
বলিউডের বিশ্লেষকদের ধারণা, এসব পরিবর্তনের পেছনে রাজনৈতিক চাপ, দর্শকপছন্দ কিংবা প্ল্যাটফর্মগুলোর নিজস্ব নীতিমালার প্রভাব থাকতে পারে। বিশ্লেষকেরা বলছেন, বলিউড বরাবরই নানা রাজনৈতিক চাপের মুখে পড়ে। পাকিস্তানি শিল্পীদের বিতর্ক এর একটি বড় উদাহরণ। এখন যেভাবে তাদের মুখ প্রচারচিত্র থেকে সরানো হচ্ছে, তা শুধু ব্যক্তিকে নয়, শিল্পকেও একরকম ‘মুছে’ দেওয়ার চেষ্টা। এখন পর্যন্ত সংশ্লিষ্ট কোনো প্রযোজনা প্রতিষ্ঠান বা অ্যাপ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। অনেকেই বলছেন, এটি একপ্রকার ‘ইতিহাস মুছে ফেলার চেষ্টা’। কেউ বলছেন, রাজনৈতিক সিদ্ধান্তের প্রতিফলনই এই পরিবর্তন।