যমজ সন্তানের জন্ম দিয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। ১১ মে রবিবার বিশ্ব মা দিবসে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে সুখবরটি জানিয়েছেন তিনি। ছবিতে দেখা গেছে তিন জোড়া পা। সেই ছবি শেয়ার করে অভিনেত্রী জানিয়েছেন তার মা হওয়ার সংবাদ।
তার যমজ সন্তানের মধ্যে অভিনেত্রী মেয়ের নাম রেখেছেন অ্যাগনেস এবং ছেলের নাম রেখেছেন ওশান।
এদিকে অ্যাম্বারের সুখবরে ভক্তরা যেমন উচ্ছ্বসিত, তেমনি আলোচনা শুরু হয়েছে তার সন্তানদের বাবার পরিচয় নিয়ে। নিজের সন্তান জন্মদানের খবরে সন্তানদের পিতৃ পরিচয় উল্লেখ করেননি এ অভিনেত্রী। তাই ভক্তদের কৌতুহল যেন আরো বেড়ে গেছে বহুগুন। প্রশ্ন উঠছে, অ্যাম্বারের সদ্য ভুমিষ্ঠ যমজ সন্তানের বাবা কে?
সামাজিক মাধ্যমে অ্যাম্বারের সন্তান জন্মদানের খবরে শুরু হয়েছে আলোচনা। যে নামটি সর্বাধিক উচ্চারিত হচ্ছে সেটি ইলন মাস্ক। বিশ্বের অন্যতম সেরা এ ধনীই অ্যাম্বারের সন্তানদের পিতা, এমনটাই দাবি করছেন নেটিজেনরা। অ্যাম্বার ও ইলন মাস্কের সম্পর্ক ছিল একসময়ের বেশ আলোচিত অধ্যায়।
২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য সম্পর্কে ছিলেন অ্যাম্বার ও ইলন। এরপর ২০২২ সালে একটি ব্রিটিশ ট্যাবলয়েড ‘ডেইলি মেইল’-এ প্রকাশিত হয়, অ্যাম্বার ও ইলন নাকি একসময় একসঙ্গে সন্তান নেয়ার পরিকল্পনা করেছিলেন এবং সে সময় কিছু এম্ব্রিও সংরক্ষণ করা হয়েছিল। সেই রিপোর্ট অনুযায়ী, সম্পর্ক ভেঙে যাওয়ার পর হলন মাস্ক চাইতেন এগুলো ধ্বংস করে দেয়া হোক, কিন্তু অ্যাম্বার তা রাখতে চেয়েছিলেন। যদিও বিষয়টি নিয়ে কখনোই তারা প্রকাশ্যে কিছু বলেননি।
অ্যাম্বারের সর্বশেষ কন্যা যার জন্ম চার বছর আগে, সেই সন্তানের বাবার পরিচয়ও এখনও প্রকাশ করেননি অ্যাম্বার।
সাবেক স্বামী জনি ডিপের সঙ্গে মামলায় হেরে বর্তমানে স্পেনে স্থানান্তরিত হয়েছেন এ অভিনেত্রী। একাই আছেন সেখানে সন্তানদের নিয়ে। সিঙ্গেল মা হিসেবে অ্যাম্বার প্রশংসিত। তাই সদ্য জন্ম নেওয়া দুই যমজ সন্তানের বাবার পরিচয়ও প্রকাশ করবেন কিনা অভিনেত্রী, তা নিশ্চিত নয়।