বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক প্রীতম হাসান। অন্যদিকে গানের দুনিয়া মাতিয়ে রেখেছেন আরেক গায়কী জেফার রহমান। তবে গান ছাড়াও এই দুইজন করেছেন অভিনয়ও। তবে এবার প্রথমবারের মতো অভিনয়ে জুটি হতে চলেছেন এই গায়কী জুটি। রোমান্টিক ঘরানার এ ওয়েব ফিল্মটির নাম ‘তুমি আমি শুধু’।
ওয়েব ফিল্মটির নির্মাতা হালের ক্রেজ সিনেমা দাগির পরিচালক শিহাব শাহীন। সিনেমাটি নিয়ে নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘এই প্রজেক্টটি দুই বছর আগে চূড়ান্ত করা। তখন জেফার অভিনয়ে আসেনি।
চিন্তা ছিল এই প্রজেক্টের মধ্য দিয়ে তাকে লঞ্চ করার। অন্যান্য প্রজেক্টের কারণে এটা পিছিয়ে গেল, আর ওদিকে জেফারও কিছু প্রজেক্ট করল। প্রীতম এবং জেফারকে নিয়ে একটা নতুন জুটি তৈরি করার পরিকল্পনা থেকেই তাদের দুজনকে কাস্ট করা’।
তিনি জানান, দর্শক নতুন কিছুই পাবে এখানে। কাস্টিংয়ে আরো কিছু চমকও রয়েছে।
জানা গেছে, আগামী ৪ মে ঢাকাতে শুরু হচ্ছে ওয়েব ফিল্মটির শুটিং। রাজধানী ঢাকা ছাড়াও কক্সবাজারের বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ন হবে। এটি নির্মিত হতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের জন্য। আসছে ঈদে মুক্তির লক্ষ্যে কাজ চলছে ফিল্মটির।
প্রসঙ্গত, প্রীতমকে সর্বশেষ দেখা গেছে ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে এবং জেফার সবশেষ অভিনয় করেছেন শিহাব শাহীন পরিচালিত ও রাফিয়াত রশীদ মিথিলা অভিনীত ‘অ্যালেন স্বপন সিজন ২’তে। অন্যদিকে এবার ঈদে মুক্তিপ্রাপ্ত ‘দাগি’ সিনেমা নির্মাণ করে বরাবরের মতো আলোচনার তুঙ্গে শিহাব শাহীন। দাগিতে অভিনয় জুটি হিসেবে আছেন অভিনেতা আফরান নিশো ও অভিনেত্রী তমা মির্জা।