বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। মডেলিং দিয়ে ক্যারিয়ারের যাত্রা শুরু করেন এ অভিনেত্রী। এরপর অভিনয় করেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিপরীতেও। কাজ করেছেন ওটিটি মাধ্যমেও।
সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে সিন্ডিকেট প্রসঙ্গে কথা বলেন অহনা। কাজ করতে গিয়ে দেখেছেন সিন্ডিকেট ও সেটার প্রভাব। সিন্ডিকেট না মানলে কাজ পাওয়া কঠিন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। যদিও তিনি সিন্ডিকেট মেইনটেন করেন না। কারো হক মেরে খাওয়ার অভ্যাস তার নেই, এমনটাই বলেছেন এই অভিনেত্রী।
সিন্ডিকেট মেইনটেন না করলে ওটিটিতে কাজ পাওয়া কঠিন, উপস্থাপকের এমন প্রশ্নের উত্তরে অহনা বলেন, ‘কথা সত্যি। সিন্ডিকেট আছে। সিন্ডিকেটের সাথে লিয়াঁজো মেইনটেন না করলে হয় না। সেটা আমি করিনি। এখন যেহেতু কাজ ছেড়ে বিজনেসের দিকে গেলাম, বিজনেসেও দেখি এ রকম ঘটে।
এর আগে অভিনেত্রী নিদ্রা দে নেহা সিনেমা থেকে বাদ পরে অভিনয় জগত ছেড়ে দেয়ার কথা বলেন এবং সিন্ডিকেট ও নানান বৈষম্য নিয়েও কথা বলেন।