Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১২, ২০২৫

৯৭তম অস্কারে মনোনয়ন পেয়েছেন যারা

আগামী ২ মার্চ ভোরে শুরু হতে যাচ্ছে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। কোন বিভাগে কে পুরস্কার পাবেন, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এর আগে গত মঙ্গলবার রাতে লস অ্যাঞ্জেলেসের একাডেমি মিউজিয়াম অব মোশন পিকচারে অস্কার মনোনীত শিল্পীদের নিয়ে আয়োজন করা হয় বিশেষ নৈশভোজের। কারা কারা কোন বিভাগে মনোনয়ন পেলেন তা দেখে নেওয়া যাক।

‘আ কমপ্লিট আননোন’ সিনেমায় সংগীতশিল্পী জোয়ান বায়েজের চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রিয়পাত্রী বনে গেছেন তরুণ অভিনেত্রী মনিকা বারবারো। এএফপি

৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসরের মনোনীতদের নাম ঘোষণা করেছেন আমেরিকান অভিনেত্রী র‌্যাচেল সেনোট এবং চীনা বংশোদ্ভূত আমেরিকান কমেডিয়ান বোয়েন ইয়াং।

এ বছর সেরা সিনেমার তালিকায় সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে নেটফ্লিক্সের ক্রাইম মিউজিক্যাল সিনেমা ‘এমিলিয়া পেরেজ’ যা মনোনীত হয়েছে ১৩টি বিভাগে। এছাড়াও সেরা ছবির তালিকায় আছে আনোরা, দ্য ব্রুটালিস্ট, এ কমপ্লিট আননোন, কনক্লেভ, ডুন: ​​পার্ট টু, আই’ম স্টিল হিয়ার, নিকেল বয়েজ, দ্য সাবস্ট্যান্স ও উইকড।

‘আনোরা’ দিয়ে সমালোচকদের প্রিয়পাত্রী বনে গেছেন তরুণ অভিনেত্রী মাইকি ম্যাডিসন, পেয়েছেন সেরা অভিনেত্রীর মনোনয়ন। তিনিও ছিলেন আয়োজনে। এএফপি

সেরা পরিচালক পদে মনোনীত হয়েছে আনোরা, দ্য ব্রুটালিস্ট, এ কমপ্লিট আননোন, এমিলিয়া পেরেজ ও দ্য সাবস্ট্যান্সের পরিচালকেরা।

অস্কারের ৯৭তম আসরের সেরা অভিনেতার আসনে মনোনয়ন পেয়েছেন ‘’দ্য ব্রুটালিস্ট’’ সিনেমা থেকে অভিনেতা অ্যাড্রিয়েন ব্রডি,  ‘‘আ কমপ্লিট আননোন’’ সিনেমা থেকে টিমোথি চালামেট, ‘‘সিং সিং’’ থেকে কোলম্যান ডোমিঙ্গো, ‘‘কনক্লেভ’’ থেকে অভিনেতা রে ফিয়েনেস, এবং ‘‘দ্য অ্যাপ্রেন্টিস’’ সিনেমা থেকে অভিনেতা সেবাস্টিয়ান স্ট্যান।   

‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমা দিয়ে গোল্ডেন গ্লোবে সেরা অভিনেতা হয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি। এবার হয়তো দ্বিতীয়বার অস্কার পুরস্কার উঠতে পারে তার হাতে। এএফপি

এছাড়া সেরা অভিনেত্রীর পদে মনোনয়ন পেয়েছেন যথাক্রমে ‘’উইকড’’ সিনেমা থেকে  সিনথিয়া এরিভো, ‘’ এমিলিয়া পেরেজ’’ সিনেমা থেকে অভিনেত্রী কার্লা সোফিয়া গ্যাসকন, ‘’অ্যানোরা’’ থেকে অভিনেত্রী মাইকি ম্যাডিসন, ‘’দ্য সাবস্ট্যান্স’’ সিনেমা থেকে ডেমি মুর এবং ‘’আই’ম স্টিল হিয়ার’’ থেকে অভিনেত্রী ফার্নান্ডা টরেস।

সেরা পার্শ্ব অভিনেতার চরিত্রে মনোনয়ন পেয়েছেন যথাক্রমে অভিনেতা ইউরা বোরিসভ, কিরান কুলকিন, এডওয়ার্ড নর্টন, গাই পিয়ার্স ও জেরেমি স্ট্রং।

জ্যাক অঁদিয়ারের ‘এমিলিয়া পেরেজ’-এ অভিনয় করে মনোনয়ন পেয়েছেন জোয়ি সালডানা। এএফপি

সেরা সহ-অভিনেত্রীর তালিকায় মনোনয়ন পেয়েছেন যথাক্রমে অভিনেত্রী মনিকা বারবারো, আরিয়ানা গ্র্যান্ডে, ফেলিসিটি জোন্স, ইসাবেলা রোসেলিনি এবং জো সালদানা।

এছাড়াও সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম- এ মনোনীত হয়েছে সিনেমা বিউটিফুল মেন, ইন দ্য শ্যাডো অফ দ্য সাইপ্রেস, ম্যাজিক ক্যান্ডিস, ওয়ান্ডার টু ওয়ান্ডার এবং অ্যানিমেটেড শর্ট ফিল্ম- ইয়াক!

পুরস্কার বিতরণীর আগে ডোজা ক্যাট, সিঁথিয়া এরিভো, অ্যারিয়ানা গ্রান্দে, ব্ল্যাকপিঙ্কের লিসা, কুইন লাতিফা এবং রেই – এর উদ্বোধনী গান আর নাচের মাধ্যমে পর্দা নামছে  ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস ,অস্কারের।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মুসলিম সংগঠনের অভিযোগে বিপাকে বিজয় থালাপাতি  

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় সম্প্রতি আয়োজন করেন এক ইফতার পার্টি, যেখানে মুসলিম রীতিনীতির পোশাকে হাজির হয়ে…

আমির খানের ৬০তম জন্মদিন উপলক্ষে ১৪ দিনব্যাপি সিনেমা উৎসব

১৪ মার্চ বলিউড সুপারস্টার আমির খানের জন্মদিন। এবারে ৬০তম জন্মদিন পালন করবেন এই বলিউড তারকা। জন্মদিনটি বিশেষভাবে…
0
Share