বলিউডের গ্ল্যামার গার্ল ক্যাটরিনা কাইফ সংসারী নারীর মতোই ঘর সামলাচ্ছেন। অভিনয়ের সাথে সমানতালে যত্ন নিচ্ছেন স্বামী ও পরিবারের। সম্প্রতি শাশুড়ির সঙ্গে মহাকুম্ভের আখড়ায় গিয়েছেন ক্যাটরিনা।
শাশুড়ি বিনা কৌশলের সঙ্গে দারুণ সম্পর্ক ক্যাটরিনার। ভারতীয় সংবাদমাধ্যমের সূত্র অনুসারে সংসার খরচ থেকে বাড়ির পুজা পার্বন, উৎসব-অনুষ্ঠান, সবকিছুতে কড়া নজরে রাখেন এই নায়িকা। এবার শাশুড়িকে নিয়েই মহাকুম্ভে পৌঁছে গেলেন ক্যাটরিনা।
‘ছাবা’ মুক্তির আগে ১৩ ফেব্রুয়ারি প্রয়াগরাজে প্রযোজক দীনেশ বিজনের সঙ্গে পৌঁছে গিয়েছিলেন ভিকি কৌশল। তার সঙ্গেই পুণ্যস্নান সারেন। এরপর সোমবার ক্যাটরিনা নিজেই শাশুড়িকে নিয়ে মহাকুম্ভের আখড়ায় পৌঁছে গেলেন। জানা গেছে, সেখানে পরমার্থ নিকেতন আশ্রমে ঠাঁই নিয়েছেন ক্যাটরিনা এবং তাঁর শাশুড়ি বিনা কৌশল। সোমবার পৌঁছেই দেখা করলেন আশ্রমের মহারাজ স্বামী চিদানন্দ সরস্বতীর সঙ্গে। পরমার্থ নিকেতন আশ্রমের সাধুসন্তদের সঙ্গে আলাপচারিতা সেরে আখড়ায় মেঝেয় বসে আধ্যাত্মিক আলোচনায় মগ্ন ছিলেন ক্যাটরিনা। মন দিয়ে মহারাজের কথা শুনছিলেন।
সংবাদ সংস্থা পিটিআই-এর ক্যামেরাবন্দি ছবিতেই দেখা গেল, তারকাসুলভ কোনও আচরণ নেই! বরং মহাকুম্ভে গিয়ে সেখানকার আধ্যাত্মিক ভবে মজে বলিউড অভিনেত্রী। এমন ‘সংস্কারি বউমা’র সঙ্গে কথা বলে ততোধিক খুশি আশ্রমের সাধুসন্তরা। পুষ্পাভিষেকের মাধ্যমে অভিনেত্রীকে আশীর্বাদ করলেন স্বয়ং মহারাজ স্বামী চিদানন্দ সরস্বতী। এদিনই ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দেওয়ার কথা ক্যাটরিনা কাইফের।
ছবিতে দেখা গেছে, ক্যাটরিনার কপালে তিলক, পরনে হালকা গেরুয়া সালোয়ার। মেকআপের লেশমাত্র নেই। ওড়নায় কাঁধ ঢেকে মহারাজের কাছ থেকে আশীর্বাদ নিতে দেখা গেল বলিউড অভিনেত্রীকে। ছবিগুলো বেশ সাড়া ফেলেছে সামাজিক মাধ্যমে। অনুরাগীরা ক্যাটরিনাকে ‘সংসারী বউয়ের’ খেতাব দিচ্ছেন। কারো কারো মন্তব্য, ধর্মীয় সংস্কারকে বেশ ধারণ করেছেন ক্যাট। তাই তো বিয়ের পর লক্ষ্মী বউ হয়েই নিজের মনপ্রাণ দিয়ে সংসার করছেন।