Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫

প্রতারণা মাম*লা থেকে খালাস পেলেন অনন্ত জলিল  

চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিলসহ ছয়জনকে প্রতারণার অভিযোগের মামলা থেকে খালাস দিয়েছেন আদালত। গত রবিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ এই খালাস প্রদান করেন।

খালাসপ্রাপ্ত অন্য ব্যক্তিরা হলেন পোলো কম্পোজিট নিট ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহানারা বেগম, ফাইন্যান্স পরিচালক মো শরীফ হোসাইন, সহকারী ব্যবস্থাপক সাকিবুল ইসলাম, সিনিয়র মার্চেন্ডাইজার মো. মিলন ও বাজেট অ্যান্ড অডিটের হেড অব কস্ট শহিদুল ইসলাম।

মামলাসূত্রে জানা যায়, অনন্ত জলিলসহ ছয়জনের রবিবারে আদালতে হাজির হওয়ার জন্য দিন ধার্য ছিল। তবে মামলার বাদী শাফিল নাওয়াজ চৌধুরী দুই পক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়েছে বলে মামলা প্রত্যাহার চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত সার্বিক বিবেচনায় মামলাটি প্রত্যাহার করে আসামিদের খালাস প্রদান করেন।

এর আগে ২০২৩ সালের ২৪ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে এ মামলা হয়। পরে তদন্ত শেষে গত ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই পরিদর্শক তাপস চন্দ্র পন্ডিত দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

গত ৩০ ডিসেম্বর আদালত এই তদন্ত প্রতিবেদন গ্রহণ করে আসামিদের হাজির হতে সমন জারি করেন।

মামলায় অভিযোগ করা হয়, ২০২২ সালের ১৭ অক্টোবর আসামিরা পলো কম্পোজিট কম্পানির নামে ব্যবসায়ী শাফিল নাওয়াজের কাছে গার্মেন্টস সম্পর্কিত কিছু কাজের জন্য অর্ডার দেন। এরপর শাফিল কাজ শুরু করে টাকা চান। অভিযুক্তরা কাজ চালিয়ে যেতে বলেন এবং এলসির মাধ্যমে টাকা দেবেন বলে জানান। পরবর্তীতে কাজ শেষ করে শাফিল টাকার জন্য ব্যাংকে যোগাযোগ করলে এলসির কাগজপত্রে ত্রুটির জন্য টাকা ওঠাতে ব্যর্থ হন। শাফিল চুক্তি অনুযায়ী প্রায় ২৯ হাজার ২০০ ডলারের কাজ সম্পন্ন করলেও অনন্ত জলিলের মালিকানাধীন কম্পানি তখন পর্যন্ত এক টাকাও পরিশোধ করেনি। আর সেই সুত্রেই মামলা দেয়া হয়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এ আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ হলিউডের জনপ্রিয় অ্যাকশন রেসিং ফ্র্যাঞ্চাইজি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’। সম্প্রতি…
‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ এ আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো

সেরা সিনেমার পুরস্কার জিতলো রোহিঙ্গাদের নিয়ে নির্মিত সিনেমা

“রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব” সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত হয় “রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব”। এই…
সেরা সিনেমা পুরস্কার জিতলো রোহিঙ্গাদের নিয়ে নির্মিত সিনেমা

‘পাল্প ফিকশন’ অভিনেতা পিটার গ্রিনের রহস্যজনক মৃত্যু

পিটার গ্রিন মারা গেছেন হলিউডের পরিচিত চরিত্রাভিনেতা পিটার গ্রিন মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬০ বছর।…
‘পাল্প ফিকশন’ অভিনেতা পিটার গ্রিনের রহস্যজনক মৃত্যু
0
Share