ঢালিউড সুপারস্টার শাকিব খান আর টালিউডের দেব অধিকারী। দুই বাংলার টপ দুই হিরোকে এক ফ্রেমে দেখার ইচ্ছা ভক্তদের অনেক দিনের। এবার সেই প্রসঙ্গেই সুখবর দিলেন ‘খাদান’ দেব!
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের সাথে সাক্ষাৎকারে অভিনেতা দেবকে প্রশ্ন করা হয় আদৌ শাকিব খান ও দেব-কে দুই একসঙ্গে স্ক্রিন ভাগাভাগি করা সম্ভব? উত্তরে টালিউড স্টার জানিয়েছেন, ‘কেন নয়! কেউ আমাদের জন্য ভালো গল্প লিখুক। যেটা আমাদের দুজনের পছন্দ হবে। তাহলে শাকিবের সঙ্গে আমি করবো। আমার কোনো সমস্যা নেই।‘
দেবের হাসিমুখে দেওয়া এই উত্তর তোলপাড় করছে দুই বাংলা। ভক্ত-অনুরাগীরা অধির-আগ্রহে অপেক্ষা করছে কোনও এক নির্মাতার সেই কাঙ্ক্ষিত স্ক্রিপ্টের, যা এক পর্দায় আনবে বর্তমান সময়ের দুই সুপারস্টারকে!
সাক্ষাৎকারে দেব আরও যোগ করেন, ‘ইন্ডিয়া-বাংলাদেশের মধ্যে ভীষণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি প্রার্থনা করি যা কিছু হোক না কেন, এই সম্পর্ক যেন আগামীতে অটুট থাকে। দুদেশের মধ্যে সিনেমা আনা-নেয়ায় যে চুক্তি রয়েছে সেটা যদি আরও সহজ করা যায়, তাহলে মধ্যে দুইবাংলার ছবি দুই বাংলাতে আরও সহজে রিলিজ করা যাবে।