১৪ জানুয়ারি পাঁজরের হাড় ভেঙে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়।
তার শারীরিক অবস্থার কথা নিশ্চিত করে অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, ‘বাসন্তী দিদি আবারও অসুস্থ হয়েছেন, কাজ করতে পারছেন না। তার মধ্যে বাড়িতে পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙেছে। নিদারুন কষ্টে দিন কাটছে তার।’
পোস্টে অভিনেতা আরও লেখেন, ‘প্রতিবারের মত স্নেহাশিস চক্রবর্তী দা আপ্রাণ সাহায্য করছেন। এছাড়াও সবার কাছে আবেদন করছি যদি আপনারা আর্থিক সাহায্য কিছু পাঠান তাহলে উনার খুব সুবিধা হয়। আমি আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অনুরোধ করতে চাই, যাতে তিনি কিছু সাহায্য করতে পারেন।’
পাশাপাশি বাসন্তী চট্টোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আইএসএসসি কোডও ভাগ করে নিয়েছেন অভিনেতা ভাস্বর। জানা যাচ্ছে, বিবাহিত হলেও বিবাহিত জীবনে সুখী হননি বাসন্তী চট্টোপাধ্যায়। পাশাপাশি দীর্ঘদিন ধরে নানা রোগে জর্জরিত বাংলা ছবির স্বর্ণযুগের অভিনেত্রী, কিন্তু তার পাশে নেই পরিবারের কেউ। তাই তো অর্থকষ্টের কারণেই এই বৃদ্ধ বয়সে এসে কাজ চালিয়ে যেতে এক প্রকার বাধ্য তিনি।