২১ ডিসেম্বর বিনা পারিশ্রমিকে ‘ইকোস অব রেভোল্যুশন’ চ্যারিটি কনসার্টে গেয়েছিলেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। কিন্তু এবার আলোচনায় আগামীকাল, ২৩ ডিসেম্বর বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্টে গাইতে কত পারিশ্রমিক নিচ্ছেন এই শিল্পী?
জানা গেছে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্টে গান গাইতে ২ লাখ ৮৬ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় তিন কোটি ৪০ লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। বিসিবি পরিচালনা পর্ষদ এরই মধ্যে এই অর্থ প্রদানে অনুমোদন দিয়েছে।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, ‘বিপিএল মিউজিক ফেস্ট উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠেয় তিনটি অনুষ্ঠানের জন্য টাইটেল স্পনসর স্বত্ব কিনেছে মধুমতি ব্যাংক। এ বাবদ বিসিবিকে তারা দেবে ৪ কোটি টাকা, যার প্রায় পুরোটাই খরচ হবে রাহাত ফতেহ আলী খানের পারিশ্রমিকে।’
এই তথ্য প্রকাশ্যের পর শুরু হয়েছে বিপত্তি। নেটিজেনদের এক অংশের ধারণা শুধু মাত্র লোক দেখানো আর খবরে শিরোনামে থাকতেই চ্যারিটি কনসার্টে কোন অর্থ নেন নি উপমহাদেশের জনপ্রিয় এই সংগীতশিল্পী। কারণ একদিন পরেই সেই অর্থ উসুল করে নিচ্ছেন তিনি। কারণ বিপিএল মিউজিক ফেস্ট তিন জায়গায় অনুষ্ঠিত হবার কথা থাকলেও এই বিপুল পরিমান অর্থ পারিশ্রমিক নিয়ে সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী গাইবেন শুরু মিরপুরেই!