সম্প্রতি নতুন একটি চলচ্চিত্রের শুটিং শুরু করেছেন অভিনেতা – নির্মাতা আফজাল হোসেন। একদল তরুণ সিনেমাটি বানাচ্ছেন বলে জানা গেছে। সিনেমাটির নাম ‘শিল্পজীবি’।
দীর্ঘ বিরতির পর এটি হতে যাচ্ছে তার বড় পর্দায় ফেরা। এর আগে নিকট অতীতে তাকে দেখা গেছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘লেডিস অ্যান্ড জেন্টেলমেন’, অমিতাভ রেজার ‘বোধ’, সৈয়দ আহমেদ শাওকির ‘কারাগার’, নুহাশ হুমায়ূনের ‘পেট কাটা ষ’ এবং ‘ষ ২’-তে।
শিল্পজীবি সিনেমাটির পরিচালক মুকিতুল বারী। ছবি সম্পর্কে আফজাল হোসেন বলেন, ‘এটা একজন লেখক ও তার লিখতে চাওয়া এবং লিখতে না পারার সংকট ও সংগ্রামের গল্প।
এই সংকট ও সংগ্রামের পাশাপাশি আরও একটি গল্প চলতে থাকে।‘ সিনেমায় আফজাল হোসেনের বিপরীতে অভিনয় করেছেন আফসানা মিমি। দুই দশক আগে ‘ভোকাট্টা’ নাটকে তাদের প্রথম একসঙ্গে কাজ করা।
এরপর কয়েকটি কাজ করলেও চলচ্চিত্রে এবারই প্রথম বলে জানালেন আফজাল হোসেন।
আফজাল হোসেন, একুশে পদকপ্রাপ্ত অভিনেতা। ১৯৭০ এ শিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় আসেন। ভর্তি হন আর্ট কলেজে। ব্যাচেলর অব ফাইন আর্টস ডিগ্রি নেন।
কলেজ থেকে বেরিয়ে ঢাকা থিয়েটারে যোগ দেন। পরিচালক আবদুল্লাহ আল মামুনের হাত ধরে অভিনয়ের যাত্রা। অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফার সাথে বেঁধেছেন জুটি, হয়েছেন জনপ্রিয়।
অভিনয়ের পাশাপাশি তিনি একজন কবি। পাঁচটি কবিতাগ্রন্থ প্রকাশিত হয়েছে তার। ২০০৭ সালে তার প্রথম কবিতাগ্রন্থ ‘তিন নারীর পাঠশালা’ প্রকাশিত হয়।