দেশীর কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের গল্পে নির্মাতা মানসমুকুল পালের পরিচালনায় একসাথে পর্দায় দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও দেশের জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে, ‘সহজ পাঠের গপ্পো’ খ্যাত নির্মাতা জানিয়েছেন, ‘এই সিনেমার জন্য মিঠুন দা ও মিমি আপা রাজি না হলে সিনেমাই বানাবো না। চিত্রনাট্য লেখা শুরুর আগেই বাংলাদেশ যাবো কারণ হুমায়ূন আহমেদের যে উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য লেখা শুরু করছি তাতে বাংলাদেশের একাধিক জায়গা উল্লেখ রয়েছে। তাই ওখানকার ঢাকা, কিশোরগঞ্জ সহ অন্যান্য জায়গায় যাওয়ার কথা আছে। সেই জায়গাগুলো নিজে যেয়ে দেখলে সেই উপলব্ধি আমার থাকবে, আর তাতে চিত্রনাট্য লেখার কাজও সহজ হবে। ওপার বাংলায় গিয়ে সবার আগে নায়িকার সঙ্গে দেখা করবো। নতুন সিনেমা নিয়ে কথাও বলবো।’
নতুন সিনেমা প্রসঙ্গে মানস আরও বলেন, ‘দীর্ঘ বিরতির পর ফিরছি। আসলে মনের মতো সিনেমা না পেলে তা তৈরির তাগিদ পাই না।’
সিনেমার গল্প প্রসঙ্গে পরিচালক জানান, ‘নিজের গল্প নিয়ে একটি চিত্রনাট্য তৈরি হয়েছে। টানটান নাটকীয়তায় ভরপুর সে চিত্রনাট্যে অভিনয়শিল্পীরা অভিনয়ের জন্য সময় দিলেই শুটিং শুরু হবে।’
প্রসঙ্গত, ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক এখনও স্বাভাবিক না হওয়ায় বিচলিত নন পরিচালক। তিনি মনে করেন, সিনেমার সব প্ল্যান ও প্রযোজনার কাজ গুছিয়ে আনার সময়টাতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে।