ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘দরদ’ সিনেমা মুক্তি পেতে বাকি আছে আর মাত্র দুই দিন। কিন্তু এই সিনেমার প্রচার প্রচারণা নিয়ে চলছে এলাহি কান্ড। কখনো নির্মাতা অনন্য মামুন টি সিরিজে গান প্রকাশের মিথ্যা আশা দিচ্ছেন, কখনো আবার ট্রেলার প্রকাশের ভুল ভাল সময় দিচ্ছেন। কিন্তু এসব কিছুকে ছাড়িয়ে যখন দরদের নকল পোস্টার সামনে আসে তখনই ভক্তদের ক্ষোভ উঠে যায় তুঙ্গে।
যার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে তুলোধুনো হচ্ছেন ‘দরদ’ নির্মাতা!
এদিকে ১১ নভেম্বর মুক্তি পেয়েছে ‘দরদ’ সিনেমার বহুল প্রতিক্ষীত ট্রেলার। তবে মুক্তিপ্রাপ্ত ট্রেলারটি নিয়ে অনেক ভক্তরাই হতাশা প্রকাশ করছেন। এই ভক্তদের মতে, ভারতীয় নায়িকা সোনাল চৌহানের এক্সপ্রেশনের সাথে বাংলা ডাবিংয়ের কোন ভাবেই তাল মিল খুজে পাওয়া যাচ্ছেনা। অনেকেই আবার ট্রল করে বলছেন এ আই প্রযুক্তি ব্যবহার করে ডাবিং দেওয়া হয়েছে দরদে।
এর মাঝেই পোস্টার নকল নিয়ে অভিযোগের কাঠগড়ায়ও দাঁড়িয়ে আছেন ‘দরদ’ নির্মাতা অনন্য মামুন।
শাকিব ভক্তদের ভাষ্য, ২০১৪ সালে মুক্তি পাওয়া জুয়ানফার আন্দ্রেস ও এস্তেবান রোয়েল পরিচালিত স্প্যানিশ হরর থ্রিলার ‘মুসারানাস’ থেকে হুবহু নকল করা হয়েছে ‘দরদ’ ছবির পোস্টারটি। এছাড়াও মোশাররফ করিমের ‘দাগ’ সিনেমার পোস্টারের সঙ্গেও রয়েছে এ পোস্টারের হুবুহু মিল। পোস্টার গুলো পর্যালোচনা করে দেখা যায়, দুটিতেই লাল-কালো আভা স্পষ্ট। এমনকি মুখাবয়ব ফুটিয়ে তোলার ডিজাইনও একই।
ফলে ১৫ নভেম্বর অনন্য মামুন কি সিনেপ্রেমীদের প্রত্যাশা পুরন করতে পারবে কিনা তা এখন দেখার বিষয়।