গ্রেপ্তার করা হয়েছে গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও গান বাংলা চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপসকে।
রবিবার (৩ নভেম্বর ২০২৪) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
তাপসের গ্রেপ্তার হওয়ার খবরটি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান।
তিনি জানান, তাপসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ফলে তাকে জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় উত্তরা পূর্ব থানায় দায়ের করা এক মামলায় রাজধানীর ভাটারা প্রগতি স্মরণি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান তিনি।
বর্তমানে তাপসের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশের সংগীত জগতের পরিচিত মুখ কৌশিক হোসেন তাপস। গান বাংলা চ্যানেলের প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্বরত আছেন তিনি। পাশাপাশি তাপস আওয়ামী সংস্কৃতি অঙ্গনেরও আস্থাভাজন হিসেবে বেশ পরিচিত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট গানবাংলা চ্যানেলের ভবন ভাঙচুর করা হয়। রাজধানীর প্রগতি সরণীতে অবস্থিত এ ভবনটি আক্রমণ করার সময়ের একটি ভিডিও সেই সময় ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায়, ৮ থেকে ১০ তলা ভবনটির বাহিরের প্রায় সব গ্লাস ভেঙে ফেলা হয়েছে। এমনকি অফিসের ভেতরে ঢুকে যন্ত্রাংশ ভেঙে বাইরেও ফেলে দিতে দেখা যায়।
সেই ঘটনাটির পর দু:খভারাক্রান্ত মনে তাপস ফেসবুকে লিখেছিলেন, ‘জীবনযুদ্ধে আমি এক লড়াকু সৈনিক। আমার মৃত্যু হয় রোজ। তবুও জন্ম নেই দৈনিক। আমি তাপস।’