‘আমি দুলু মিয়া, আমার বউয়ের মুখে হাসি দেখার জন্য আমি হাজারটা খুন করতে পারি।’ ঢালিউড সুপারস্টার শাকিব খানের কণ্ঠে ঠিক এই সংলাপটি দিয়েই শুরু হয়েছে ‘দরদ’ সিনেমার নতুন টিজার। যা প্রকাশ করা হয়েছে ৮ অক্টোবর সন্ধ্যায়। যেখানে জানানো হয়েছে ছবিটি মুক্তির তারিখ। ২০২৪ সালের ১৫ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের ’দরদ’।
‘দরদ’- শব্দটি দিয়ে মূলত বোঝা যায় মায়া, মমতা কিংবা সমবেদনা। প্রথম যখন শোনা গিয়েছিল শাকিবের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমার নাম হতে যাচ্ছে ‘দরদ’, কাহিনী নিয়ে পূর্বাভাস পাওয়া না গেলেও অনেক ভক্তরাই মায়া-মমতা ভরা চিত্র দিয়ে কল্পনায় সাজিয়ে নিচ্ছিলেন সিনেমার কাহিনী। কিন্তু যেদিন প্রথম প্রকাশ পেয়েছিল ছবিটির টিজার, সব সমীকরণই গিয়েছিল বিফলে। আর এবার তো ট্রেইলার প্রকাশ করে যেন নতুন ধামাকার জানান দেওয়া হলো। সাথে সাথে শুরু হলো শাকিবিয়ানদের কাউন্টডাউন।
সিনেমার নাম ‘দরদ’ হলেও টিজার জুড়ে ধরা দিয়েছেন ভিন্ন রূপের এক শাকিব খান। যিনি রহস্যজনকভাবে মজেছেন হত্যা, ধ্বংস আর রক্তপাতের খেলায়। টিজারে মাঝে মাঝে দেখা গেছে রোমান্সের দৃশ্যও। যেখানে শাকিবের সঙ্গী বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।
টিজারটি রহস্যে ঘেরা হলেও ভক্ত ও অনুরাগীরা কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন যে এ সিনেমায় শাকিবের দুটি অধ্যায়। একটি অধ্যায়ে তিনি একজন সাধারণ মানুষ। যিনি স্ত্রীকে নিয়ে সুখে-শান্তিতে সংসার করছেন। তবে অন্য অধ্যায়ে, শাকিব হয়ে ওঠেন একজন ভয়ংকর মানুষ। যিনি ছুটে চলেন প্রতিশোধের নেশায়, আর খুন করে যান একের পর এক।
ভক্তদের ধারণা, সোনালের সঙ্গে ঘটে যাওয়া কোনো খারাপ ঘটনার জেরে এমন ভয়ংকর রূপ ধারণ করেন শাকিব। একজন সাধারণ মানুষই তখন মেতে ওঠেন প্রতিশোধের খেলায়। হাসতে হাসতেই তিনি খুন করে ফেলেন।
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে ‘দরদ’। এটি পরিচালনা করেছেন নির্মাতা অনন্য মামুন। বাংলাদেশ-ভারত দুই দেশের অভিনয়শিল্পীদের নিয়েই বিভিন্ন চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে এ সিনেমায়। শাকিব-সোনালের সঙ্গে যেখানে আরও দেখা যাবে পায়েল সরকার, রাহুল দেবের মত তারকাদের। বাংলাদেশ তো বটেই, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতের বিভিন্ন রাজ্যে মুক্তির পরিকল্পনা রয়েছে সিনেমাটির। একারণে বাংলার পাশাপাশি ‘দরদ’ ডাবিং করা হয়েছে হিন্দিতেও।
আর শাকিবিয়ানদের কাউন্টডাউন শেষ হবে ২০২৪ সালের ১৫ নভেম্বর। নির্মাতা মামুন জানান, এই দিন বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘দরদ’।