১৫ সেপ্টেম্বর পুনর্গঠিত ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট’ নিয়ে নতুন তথ্য দিয়েছেন নির্মাতা আশফাক নিপুণ।
বোর্ডের নতুন সদস্য হিসেবে আশফাক নিপুণসহ আরও বেশ কয়েকজন শিল্পীর নাম উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। সেই প্রসঙ্গে রবিবার রাতে নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নির্মাতা নিপুণ লেখেন, ‘সেন্সরবোর্ড আগামী কয়েক মাসের ভেতর সেন্সর সার্টিফিকেশন বোর্ডে রূপান্তরিত হবে বলে, আমাকে জানিয়েছেন তথ্য মন্ত্রণালয়। আমি আজীবন চলচ্চিত্রে বা শিল্পে সেন্সর বোর্ড প্রথার বিরুদ্ধে। আমি খুবই সম্মানিত বোধ করেছি মন্ত্রণালয় আমাকে বোর্ডের সদস্য হওয়ার যোগ্য মনে করেছিলেন।’
নির্মাতা আরও লেখেন, কিন্তু একটা মিস-কমিউনিকেশন হয়ে গেছে। আমি এই বোর্ডের অফিশিয়াল সদস্যপদ গ্রহণ করিনি। বিনয়ের সাথে ফিরিয়ে দিয়েছি। তথ্য মন্ত্রণালয়ের সাথে এই ব্যাপারে আমার কথা হয়ে গেছে।’
সবশেষে নির্মাতা নিপুণ লেখেন, ‘সেন্সরবোর্ডের বাতিলের পক্ষে আমার অবস্থান সর্বদা চলমান থাকবে। নবগঠিত সেন্সরবোর্ডের বাকি সদস্যরা যারা আমার কলিগ, তাদের সেন্সর বোর্ড বাতিল করে দ্রুত সেন্সর সার্টিফিকেশন বোর্ড বা গ্রেডিং সিস্টেম চালুর পক্ষে আমার শুভকামনা রইল।’
প্রসঙ্গত, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১-এর আওতায় ২০২২ সালের ১১ আগস্ট থেকে যাত্রা শুরু করে ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট’। অসচ্ছল ও অসুস্থ শিল্পীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিল্পকর্মে বিশেষ অবদানের জন্য বৃত্তি দেওয়ার মতো কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এই বোর্ড। এর আগে ২০০১ সালে শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন হওয়ার দশ বছর পর ১৭ সদস্যের বোর্ড গঠন করা হয়েছিল। এরপর ২০২০ সালের ১৬ মার্চ বোর্ড পুনর্গঠন করা হয়েছিল।