হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক (আরজিআই) বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় মালায়ালাম ও দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা বিনায়কনকে।
জানা গেছে, মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে বিনায়কনকে। বিষয়টি নিশ্চিত করেন আরজিআই বিমানবন্দর থানার পরিদর্শক কে বালারাজু।
সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) ইন্সপেক্টরের প্রতিবেদন থেকে জানা যায়, বিনায়কন কোচি থেকে একটি ইন্ডিগো ফ্লাইটে এসেছিলেন। তার গন্তব্য ছিল গোয়া। সেই সময় বিমানবন্দরের গেটে থাকা দায়িত্বরত কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এ খল অভিনেতা।
বালারাজু জানান, ‘বিনায়কন এতটাই মাদক সেবন করেছিলেন যে এর প্রভাবে আচরণ ছিল উদ্ভট এবং চোখে পড়ার মতো। একারণে তাকে আটকের পর একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।’
উল্লেখ্য যে, এর আগেও একজন পুলিশ অফিসারকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ এবং মদ্যপ অবস্থায় হু’মকি ও গালাগালির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল অভিনেতা বিনায়কনকে। তার বিরুদ্ধে বিভিন্ন সময় নানা অভিযোগ উঠেছে।
প্রসঙ্গত, একজন নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ারের হাতেখড়ি হলেও বিনায়কন মালায়ালাম ইন্ডাস্ট্রিতে খল অভিনেতা হিসেবে ধীরে ধীরে প্রতিষ্ঠিত করেছেন। দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার’ সিনেমার খলচরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি।