আশির দশকের ‘ময়নাতদন্ত’ খ্যাত ভারতীয় নির্মাতা উৎপলেন্দু চক্রবর্তী আর নেই। ২০ আগস্ট রাতে কলকাতার রিজেন্ট পার্কে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃ’ত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
ভারতীয় বাংলা পত্রিকা সংবাদ প্রতিদিনের খবরে, খুব স্বাভাবিক ভাবেই ২০ আগস্ট সন্ধ্যায় চা খেয়েছিলেন নির্মাতা উৎপলেন্দু। এর পরেই হঠাৎ তিনি ঝিমিয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসককে খবর দেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।
উৎপলেন্দু চক্রবর্তীর মেয়ে ঋতাভরী ও চিত্রাঙ্গদা চক্রবর্তী অভিনয় করেন। তার মৃ’ত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টালিউডপাড়ায়। পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক উৎপলেন্দু চক্রবর্তীর মৃত্যুতে আমি শোকাহত। তার প্রতিটি চলচ্চিত্র সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছে এবং নামকরা পুরস্কার পেয়েছে। তার মৃত্যু চলচ্চিত্রজগতে শূন্যতা সৃষ্টি করবে। ওঁর পরিবার এবং বন্ধুদের প্রতি রইল আমার সমবেদনা।’
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন চলচ্চিত্র নির্মাতা উৎপলেন্দু চক্রবর্তী। চলতি বছরের এপ্রিল মাসে নিজ বাড়িতে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙেছিল তার সেই সময় বর্ষীয়ান পরিচালকের কোমরের অস্থিসন্ধি প্রতিস্থাপন করা হয়। প্রস্টেট এবং সিওপিডি-র সমস্যাও ছিল। এর ওপর মাঝেমাঝেই স্মৃতিবিভ্রম ঘটত। গেল মে মাসেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল নির্মাতাকে।