ফরাসি ও ইউরোপীয় চলচ্চিত্র জগতে কিংবদন্তি অভিনেতা, প্রখ্যাত প্রযোজক ও লেখক অ্যালাইন ডেলন আর নেই। ১৮ আগস্ট নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
অভিনেতার পরিবার থেকে এক বিবৃতিতে বলা হয়, ফ্রান্সের ডউচি শহরে নিজ বাসায় মা’রা গেছেন ডেলন। এ সময় তার তিন সন্তান ও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
গুণী এই অভিনেতার মৃ’ত্যুতে শোক প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ।
ডেলন ফরাসি ও ইউরোপীয় চলচ্চিত্রজগতে কিংবদন্তি তারকা হিসেবে বিবেচিত। তার অভিনীত সাড়া জাগানো কিছু সিনেমার মধ্যে রয়েছে, ‘রোকো অ্যান্ড হিজ ব্রাদার্স’, ‘লে সামোরাই’, ‘দ্য রেড সার্কেল’ ইত্যাদি। জীবদ্দশায় তিনি পেয়েছেন বেশ কয়েকটি পুরস্কার। ১৯৯৫ সালে তাকে একটি সম্মানসূচক গোল্ডেন বিয়ার ও ২০১৯ সালে কানে সম্মানসূচক পালমে ডি’ অরও দেওয়া হয়েছিল।
তবে কিছু বিষয়ে সমালোচিতও ছিলেন অভিনেতা অ্যালাইন ডেলন। ১৯৬৮ সালে যৌন, মাদক ও খুনের কেলেঙ্কারিতে তার নাম আসে। যদিও আনুষ্ঠানিকভাবে তাকে অভিযুক্ত করা হয়নি।