বাংলাদেশে বর্তমানে উ’ত্তা’ল পরিস্থিতি বিরাজ করছে। এমন পরিস্থিতিতে রাজপথের পাশাপাশি সরগরম সোশ্যাল মিডিয়া। যে যার অবস্থান থেকে আওয়াজ তুলছে নেটিজেনরা। আর সম্প্রতি এই নেটিজেনদেরই নয়নের মণি হয়ে উঠেছেন একজন উপস্থাপিকা। তিনি হলেন- দীপ্তি চৌধুরী।
কো’টা সং’স্কা’র আ’ন্দো’ল’ন নিয়ে সম্প্রতি একটি টেলিভিশনের টক শো’তে উপস্থিত হন বাংলাদেশের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। সেই অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে ছিলেন দীপ্তি।
অনুষ্ঠানটিতে দীপ্তির উপর বারবার মেজাজ হারান মানিক। অন্যদিকে দীপ্তিকে দেখা যায় ঘাবড়ে না গিয়ে ধৈর্য ধরে দারুণভাবে সেই পরিস্থিতি সামলে নিতে। টেলিভিশনে ঐ পর্বটি প্রচারের পর থেকে নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন দীপ্তি। তার উপস্থাপনা, ধৈর্য ও বাচনভঙ্গি- সব মিলিয়ে যেন দেশের এই কঠিন সময়ে আপন মহিমায় উজ্জ্বল প্রদীপের নেটিজেনদের সামনে এসেছেন তিনি। তাইতো সেই অনুষ্ঠান থেকে একটি স্ক্রিনশট নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দীপ্তিকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। ছবিটিতে গালে হাত দিয়ে মুচকি হাসতে দেখা যাচ্ছে দীপ্তিকে।
বিষয়টি নিয়ে সম্প্রতি কথা বলেছেন দীপ্তি। তিনি বলেন, ‘সবার মতো আমারও প্রশংসা পেয়ে ভালো লাগছে। প্রতিটি অনুষ্ঠানে যা করি, সেদিনও তা-ই করেছি। অতিথিদের সম্মানের সঙ্গে সেই প্রশ্নটাই করার চেষ্টা করি, যার উত্তর আমার দর্শক শুনতে চান। কারণ, এই অনুষ্ঠানে আমি দর্শকের হয়ে প্রশ্ন করি।’
‘টু দ্য পয়েন্ট’ নামের ঐ রাজনৈতিক টক শোয়ের উপস্থাপকের চেয়ারে বসার জন্য নিজেকে প্রস্তুত করা প্রসঙ্গে দীপ্তি বলেন, ‘আমরা কেউ রাজনীতির বাইরে না। একজন সচেতন নাগরিক হিসেবে সব সময় রাজনীতির খোঁজখবর রাখার চেষ্টা করি। উপস্থাপকের চেয়ারে বসে আমি সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করি। সাধারণ মানুষের যে জায়গায় ধোঁয়াশা আছে, সেই জায়গাটি পরিষ্কার করার চেষ্টা করি।’
প্রসঙ্গত, ‘টু দ্য পয়েন্ট’ অনুষ্ঠানের একটি পর্ব দিয়ে আলোচনায় এলেও উপস্থাপনার দুনিয়ায় নতুন নন দীপ্তি। ২০১৬ সালে যখন তিনি ক্লাস এইটে পড়েন, তখন চ্যানেল আইয়ের ‘স্বর্ণ কিশোরী’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন তিনি। সেখান থেকেই উপস্থাপনা শুরু তার। এরপর ঐ চ্যানেলের ‘তারকা কথন’ থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনা করার দায়িত্ব পালন করেছেন তিনি।
ছোটবেলা থেকেই সংস্কৃতিমনা দীপ্তি। তাই তিনি জড়িত ছিলেন সংস্কৃতির বিভিন্ন মাধ্যমে। অংশ নিয়েছেন আবৃত্তি, বিতর্ক, গান ও মঞ্চ অভিনয়ে। বিভাগীয় ও জাতীয় পর্যায়ে পুরস্কার পাওয়ার মত সম্মানও রয়েছে তার অর্জনের ঝুলিতে । এছাড়াও লেখালেখিতেও দক্ষতা আছে দীপ্তির।